
সেখ রিয়াজুদ্দিনঃ

লোকসভা নির্বাচনের আগে জেলা পুলিশের উদ্যোগে বোমা, বেআইনি আগ্নেয়াস্ত্র সহ বিভিন্ন ধরনের নাশকতার সন্ধানে বিশেষ বিশেষ অভিযান চালানো হচ্ছে। সেই মোতাবেক বেশ কিছু সাফল্য অর্জনের চিত্র পরিলক্ষিত। সারা বছর ভোর বোমা বারুদ আগ্নেয়াস্ত্র উদ্ধার রুটিন মাফিক আছেই। সম্প্রতি দিন কয়েক যাবৎ জেলার বিভিন্ন থানা এলাকা থেকে মুড়িমুড়কির মতো বোমা উদ্ধার হচ্ছে। অনুরূপ মঙ্গলবার সকাল থেকে জেলার দুবরাজপুর,লোকপুর ও কাঁকরতলা থানা এলাকা থেকে বোমা উদ্ধারের খবর পাওয়া যায়।জানা যায় যে, দুবরাজপুর থানার গাড়া-পদুমা গ্রামের একটি বাঁশঝাড় থেকে ২৭ টি বোমা উদ্ধার হয়।কাঁকরতলা থানার হরিএকতলা গ্রামের পুকুর পাড়ে থাকা ২০ টি বোমা উদ্ধার হয়।অন্যদিকে লোকপুর থানার ওসি পার্থ কুমার ঘোষ এর নেতৃত্বে স্থানীয় থানার পুলিশ বাহিনী রাতভোর বিশেষ অভিযান চালান। সেক্ষেত্রে স্থানীয় থানার ঝাড়খণ্ড সীমান্তবর্তী বারাবন জঙ্গলে পরিত্যক্ত একটি পোল্ট্রি খামারের ভেতর প্লাস্টিক থলের মধ্যে রাখা দশটি তাজা বোমা উদ্ধার হয়েছে। এছাড়াও এই থানার আওতাধীন বুধপুর মোড় থেকে মঙ্গলবার ভোররাতে এক রাউন্ড কার্তুজ ও একটি দেশী পিস্তল সহ এক ব্যক্তিকে আটক করে। ধৃত ব্যক্তির নাম সেখ ডালিম। কোনো অসৎ উদ্দেশ্যে দাড়িয়ে ছিল বলে পুলিশের অনুমান।মঙ্গলবার ধৃতকে লোকপুর থানার পুলিশের পক্ষ থেকে দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হাজতের নির্দেশ দেন বলে জানা যায়। এদিকে উদ্ধারকৃত বোমা গুলি নিষ্ক্রিয় করণের জন্য সিআইডি বোম্ব ডিসপোজাল টিমকে খবর দেওয়া হয়েছে। ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকায় বোমা উদ্ধার ঘিরে পুলিশ বিশেষ নজরদারি শুরু করেন। বিশেষ উল্লেখ্য দিন কয়েক আগে লোকসভা ভোটকে সামনে রেখে বীরভূম-ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকার কয়েকটি থানার আধিকারিকগন লোকপুর থানায় এক বৈঠকে মিলিত হন বলে সূত্রের খবর।
