
বিজয়কুমার দাসঃ
সাঁইথিয়া শহরকে নানাভাবে সাজিয়ে তোলার অন্যতম আকর্ষণ হল শহরের ওয়াচ টাওয়ার। সিউড়ি থেকে সাঁইথিয়া প্রবেশের সময় অথবা সিউড়ি কিংবা মহম্মদবাজার, দুমকা যাওয়ার পথে পুরসভার কার্যালয় থেকে ঢিল ছোড়া দূরত্বে পুরসভা মোড়ের কাছে একটি ওয়াচ টাওয়ার নির্মাণের কাজ শুরু হয়েছিল। এই অঙ্গণেই আছে স্বামী বিবেকানন্দ ও নেতাজী সুভাষচন্দ্রের পূর্ণাবয়ব মূর্তি। পুরসভা সেই এলাকায় গজিয়ে ওঠা দোকানগুলিকে সরিয়ে এলাকাটি দখলমুক্ত করে সুরক্ষিত করেছে। পাশাপাশি পুরো অঙ্গণটি সুসজ্জিত করা হয়েছে। ৭ মার্চ বৃহস্পতিবার বিকেলে এই অঙ্গণে নতুন ওয়াচ টাওয়ারটি উদবোধন করা হল। উদবোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক নীলাবতী সাহা, বীরভূম জেলা পরিষদ মেন্টর অভিজিৎ সিংহ এবং সাঁইথিয়া পুরসভার পুরপিতা বিপ্লব দত্ত প্রমুখ। পুরপিতা জানিয়েছেন, শহরের প্রবেশপথে এই ওয়াচ টাওয়ার শহরের উন্নয়নের অন্যতম নিশান হবে। জানা গেছে, বিধায়ক নীলাবতী সাহার বিধায়ক তহবিলের অনুদানে এই ওয়াচ টাওয়ার নির্মিত হয়েছে।