দীপককুমার দাসঃ
আজ পদ্মশ্রী পুরস্কার প্রাপক তথা বীরভূম ইনষ্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির পরিচালন সমিতির প্রথম চেয়ারম্যান ডঃ রমারঞ্জন মুখোপাধ্যায়ের মৃত্যু বার্ষিকী। ২০১০সালের ১৩মার্চ প্রয়াত হন রমারঞ্জন মুখোপাধ্যায়। তাঁর মৃত্যু বার্ষিকী স্মরণে এই ইঞ্জিনিয়ারিং কলেজের পক্ষ থেকে ২০১১ সালের ১৩ মার্চ থেকে প্রতিবছর রক্তদান শিবিরের আয়োজন করা হয় বীরভূম ইনষ্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজে। কোভিডের কারণে কয়েক বছর রক্তদান শিবির আয়োজন করা সম্ভব হয়নি। এবছর আবার সেই ধারাবাহিকতা বজায় রাখতে আজ বুধবার ১৩ মার্চ রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সিউড়ি সদর হাসপাতালের ব্লাড ব্যাংক এর সহযোগিতায় রক্তদান কর্মসূচি সম্পন্ন হয়। এই কলেজের সিএসসি ফোর্থ সেমিষ্টারের ছাত্র বৈভব দাস বলেন, আজ রক্তদান করতে পেরে খুব ভালো লাগছে। প্রতিবছরই ডঃ রমারঞ্জন মুখোপাধ্যায়ের মৃত্যু বার্ষিকী স্মরণে ২০১১সাল থেকে রক্তদান শিবির আয়োজন করা হচ্ছে। ২০২০সাল থেকে কোভিড পরিস্থিতির জন্য এই রক্তদান শিবির আয়োজন করা যায়নি। এবছর আবার সেই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। রমজান মাস শুরু হওয়ায় ও কলেজের সেমিষ্টার শেষ হওয়ার জন্য রক্তদাতা অন্যান্য বারের চেয়ে কম ছিল। এদিন ২০জন রক্তদাতা রক্তদান করেন। বিআইইটি কলেজের ডাইরেক্টর শশাঙ্ক শেখর রায় বলেন, আজ ডঃ রমারঞ্জন মুখোপাধ্যায়ের মৃত্যু বার্ষিকীতে ওনাকে স্মরণ করে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। কলেজের প্রথম বর্ষের ছাত্রদের পাশাপাশি অন্যান্য বর্ষের ছাত্র ছাত্রী, অধ্যাপক, অধ্যাপিকারাও রক্তদান করেন।