বীরভূমের সিউড়িতে অনুষ্ঠিত হলো এক দিবসীয় খো খো খেলার কর্মশালা

শম্ভুনাথ সেনঃ

বেশ উৎসাহ ও উদ্দীপনায় বীরভূম জেলার খো খো খেলোয়াড়দের নিয়ে একদিনের এক কর্মশালা অনুষ্ঠিত হলো সদর সিউড়ির বেণীমাধব ইনস্টিটিউশন হাইস্কুলে। ২১০ জন খেলোয়াড় আজ ১৫ মার্চ দুপুরে এই কর্মশালায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে ১৪৫ জন ছাত্র এবং ৬৫ জন ছাত্রী। এদিন গৌরমময় অতিথি রূপে উপস্থিত ছিলেন রাজ্য সংস্থার সম্পাদক কল্যাণ চক্রবর্তী, কার্যকরী সম্পাদক বিজন কুমার দাস, প্রধান শিক্ষক সুজয় চট্টোপাধ্যায় প্রমুখ। জেলার বিভিন্ন কলেজ থেকে ছাত্র ও ছাত্রীরা এদিন খেলায় অংশ নেয়। ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করতে জেলার বিভিন্ন স্কুল ও কলেজ থেকে শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন। আগামীদিনে বীরভূম জেলায় খো খো খেলার প্রসার ও প্রচার ঘটবে বলে উপস্থিত সকলেই আশাবাদী। এই কর্মশালা থেকেই নির্বাচিত হয়ে জেলার খো খো দল আগামীদিনে রাজ্যস্তরে অংশগ্রহন করবে। বীরভূম জেলা খো খো সংস্থার জেলা সম্পাদক সুশোভন মণ্ডল ও চেয়ারম্যান শম্ভুনাথ চৌধুরী জানিয়েছেন আগামীদিনে ছেলে ও মেয়েদের আটটি দল নিয়ে বীরভূমে খো খো প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *