মুখ্যমন্ত্রীর দুর্ঘটনার খবর শুনে দুশ্চিন্তায় বীরভূমের কুসুম্বা গ্রামে মামার বাড়ির গোটা পরিবার

শম্ভুনাথ সেনঃ

ভাগ্নী মুখ্যমন্ত্রীকে সাবধানে চলফেরা করার উপদেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মামা অনিল মুখোপাধ্যায়। দিদির সুস্থতা কামনা করে মাতারার কাছে আজ পুজো দেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাতো ভাতৃবধু পম্পা মুখোপাধ্যায়। বারবার দূর্ঘটনায় আহত হওয়ার ঘটনায় দুশ্চিন্তা ও উদ্বিগ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের মামা অনিল মুখোপাধ্যায় ও তার পরিবারের সদস্যরা। উল্লেখ্য, বীরভূমের রামপুরহাটের কুসুম্বা গ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামার বাড়ি। একসময় অহরহ মামার বাড়িতে বেড়াতে আসতেন তিনি। মুখ্যমন্ত্রী হওয়ায় পরও তিনি কুসুম্বা গ্রামে মামার বাড়িতে এসেছেন তিনি। গতকাল ১৪ মার্চ সন্ধ্যায় কালীঘাটের নিজের বাড়িতে পড়ে গিয়ে কপালে ও নাকে গুরুতর আঘাত পান তিনি। সেই খবর জানার পর দুশ্চিন্তা ও উদ্বিগ্ন কুসুম্বা গ্রামের মামার বাড়ি লোকজন। ভাগ্নীর শারীরিক খবরাখবর জানতে সকাল থেকেই টিভির পর্দায় চোখ রেখে বসে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মামা ৮৫ বছর বয়সী অনিল মুখোপাধ্যায়। বারবার তাঁর দুর্ঘটনায় আহত হওয়ায় চিন্তিত গোটা পরিবার। মামা অনিল মুখোপাধ্যায় ভাগ্নী মমতা বন্দ্যোপাধ্যায়কে সাবধানে চলাফেরা করার পরামর্শ দিয়েছেন। মামার বাড়ির কুলদেবতা রক্ষাকালী ও তারাপীঠ মন্দিরে মা তারাকে পুজো দিয়ে সুস্থতা কামনা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাতো ভাইয়ের বৌ পম্পা মুখোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *