আমেরিকা থেকে আগামীকাল নৃত্য শিল্পী অমরনাথ ঘোষের দেহ পৌঁছাচ্ছে সিউড়ি

দীপককুমার দাসঃ

গত ২৭ ফ্রেবুয়ারী আমেরিকার সেন্ট লুইস মিসৌরির রাস্তায় দুস্কৃতির গুলিতে নিহত হন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নৃত্য শিল্পী অমরনাথ ঘোষ। অমরনাথ ঘোষের বাড়ি সিউড়ির রবীন্দ্রপল্লী। অমরনাথের মা মারা যান বছর তিনেক আগে। আর গতবছর মারা যান তার বাবাও। অমরনাথ ঘোষের অনুরাগীরা গত ৭ মার্চ সিউড়িতে মৌন মিছিল করে প্রতিবাদের সামিল হন এবং অমরনাথ ঘোষের দেহ সিউড়িতে আনার দাবি জানান। অবশেষে মৃত্যুর ১৮দিন পরে অমরনাথের কফিনবন্দী দেহ আসছেন সিউড়িতে, নিজের জন্মভূমিতে। আমেরিকার সেন্ট লুইস একাডেমীর কিছুটা দূরে দুস্কৃতির গুলিতে ঝাঁঝরা হন এই অসাধারণ প্রতিভাবান নৃত্য শিল্পী। তবে এখনো পর্যন্ত দোষীদের ধরতে পারেনি শিকাগো পুলিশ। ভারতীয় দূতাবাসের সহযোগিতায় দেহ ইতিমধ্যেই আনা হয়েছে কলকাতায়। সিউড়ি থেকে সেই দেহ আনতে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে সিউড়ি পৌরসভার অ্যাম্বুলেন্স। সেই অ্যাম্বুলেন্স করেই আনা হবে ভারতনাট্যম ও কুচিপুড়ি নৃত্যের প্রতিভাসম্পন্ন শিল্পীর নিথর দেহ। সেই দেহ রাখা হবে সিউড়ির রবীন্দ্র সদনে সকাল সাড়ে আটটা পর্যন্ত। সেখানে শ্রদ্ধা নিবেদন করবেন বিভিন্ন সংগঠনের সদস্যরা। প্রশাসনের পক্ষ থেকেও শেষ শ্রদ্ধা নিবেদন করা হবে সেখানেই। এরপর দেহ আনা হবে অমরনাথ ঘোষের নিজের বাড়ী সিউড়ির রবীন্দ্রপল্লীতে। সেখান থেকে দেহ নিয়ে যাওয়া হবে সিউড়ির সোনাতোড়পাড়ার কাকার বাড়িতে। এরপর সতীঘাটা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *