
শম্ভুনাথ সেনঃ

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। ৩০ মার্চ ৪২ নম্বর “বীরভূম লোকসভা” কেন্দ্রে বিজেপি তাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম ঘোষণা করেছে। এখানে এবার প্রতিদ্বন্দ্বিতার আসরে ভিন জেলার মানুষ প্রাক্তন আইপিএস অফিসার দেবাশিস ধর। উল্লেখ্য, বিজেপি প্রথম দফায় তাদের প্রার্থী তালিকায় বীরভূমের ৪১ নম্বর “বোলপুর (তপঃ ) কেন্দ্রের বিজেপি প্রার্থী পিয়া সাহার নাম ঘোষণা করে। গত শনিবার বিজেপির তরফ থেকে আরো একটি প্রার্থী তালিকা ঘোষণা করা হলেও সেই তালিকায় “বীরভূম লোকসভা” কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষিত হয়নি। তা নিয়ে বিজেপির দলীয় কর্মী সমর্থক ছাড়াও সাধারণ ভোটারদের মধ্যেও ছিল কৌতুহল! এদিন বীরভূমের বিজেপি প্রার্থী প্রাক্তন আইপিএস অফিসার দেবাশিষ ধরের নাম ঘোষণা হতে বিজিপি কর্মীদের মধ্যে আলাদা উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়। ৩০ মার্চ রাত থেকে সদর সিউড়িতে শুরু হয়েছে দেওয়াল লিখন। ৩১ মার্চ বীরভূমের অন্যতম সতীপীঠ বক্রেশ্বরে জোরকদমে ভোট প্রচার ও দেওয়াল লিখন শুরু হয়েছে। বাড়ি বাড়ি পৌঁছায় বিজেপির দলীয় কর্মী সমর্থকরা। এদিন উপস্থিত ছিলেন বীরভূম লোকসভা কেন্দ্রের কো-ইনচার্জ বাঁকুড়ার মানুষ সৌগত পাত্র, তিনি জানিয়েছেন, প্রাক্তন আইপিএস অফিসার দেবাশিস ধর নরেন্দ্র মোদীর স্নেহধন্য প্রার্থী। বীরভূমের মানুষ এবার পদ্মফুলে ভোট দিয়ে নরেন্দ্র মোদীর হাত শক্ত করবেন। এদিন দেওয়াল লিখন ও বাড়ি বাড়ি ভোট প্রচারে উপস্থিত ছিলেন বীরভূম সাংগঠনিক জেলার সিউড়ি বিধানসভার কো-কনভেনার তীর্থঙ্কর ভট্টাচার্য, সিউড়ি এক নম্বর মণ্ডল সভাপতি সুরজিৎ ঘোষাল, দুবরাজপুর ব্লক কনভেনার জয়ন্ত আচার্য সহ বিজেপি দলীয় কর্মী সমর্থকরা।