বিশ্বভারতীর এক অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগ: অশ্লীল মেসেজ পাঠানোয় পুলিশের দারস্থ ৩ ছাত্রী

শম্ভুনাথ সেনঃ

বিশ্বভারতীর ভাষাভবনের পার্সিয়ান, উর্দু এবং ইসলামিক স্টাডিজ বিভাগের এক প্রফেসরের বিরুদ্ধে ছাত্রীদের মানসিক নির্যাতন ও কুপ্রস্তাবের অভিযোগ উঠল। থানায় অভিযোগও দায়ের হয়েছে। ছাত্রীদের ‘নাইট স্টে’ করলে পরীক্ষায় উত্তীর্ণ করিয়ে দেওয়া হবে। অধ্যাপকের বিরুদ্ধে এমন প্রতিশ্রুতি দেওয়ার অভিযোগ আনেন ছাত্রীরা। রাতে মোবাইলে ম্যাসেজ করে ছাত্রীদের এই ধরনের কথা বলতেন বিশ্বভারতীর আরবি বিভাগের অতিথি অধ্যাপক আব্দুল্লা মোল্লা। উল্লেখ্য, বিশ্বভারতীর ভাষা ভবনের অন্তর্গত আরবি বিভাগ। এই বিভাগের অতিথি অধ্যাপক হলেন আব্দুল্লা মোল্লা। অভিযোগ, বিভাগের বেশ কিছু ছাত্রীকে দিনের পর দিন তিনি নানান কুপ্রস্তাব দিয়ে ম্যাসেজ করতেন৷ পরীক্ষায় ভালো নম্বর পাইয়ে দেওয়া, কখনও জীবন গড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ছাত্রীদের ‘নাইট স্টে’ করতে বলতেন৷ এ ধরনের একাধিক কুপ্রস্তাব দিতেন অভিযুক্ত অধ্যাপক। এই অধ্যাপকের বিরুদ্ধে গত ২৮ মার্চ বিশ্বভারতীর কর্তৃপক্ষের কাছে ৩ জন ছাত্রী লিখিত অভিযোগ করেন৷ অভিযোগের পরেও কর্তৃপক্ষের কাছ থেকে কোনো উত্তর না পেয়ে শেষ পর্যন্ত শান্তিনিকেতন মহিলা থানার দ্বারস্থ হন ছাত্রীরা৷ অধ্যাপক আবদুল্লা মোল্লার নামে লিখিত অভিযোগ দায়ের করেন। এক নির্যাতিতা ছাত্রী বলেন,” অধ্যাপক মোল্লা রাতে মেয়েদের পার্সোনাল ম্যাসেজ করে৷ ম্যাসেজের উত্তর না দিলে ফেল করিয়ে দেবার হুমকি দেন৷ আরো নানা কুপ্রস্তাব দিতেন তিনি। এমন অভিযোগের ভিত্তিতেই পুলিশের দ্বারস্থ হয় এই তিন ছাত্রী। অধ্যাপকের বিরুদ্ধে ওঠা এহেনো আচরণে নিন্দার ঝড় উঠেছে শান্তিনিকেতনে। তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত অধ্যাপকের পাল্টা দাবি তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *