উত্তম মণ্ডলঃ
প্রাচীনকাল থেকেই এ দেশে সংরক্ষণের জন্য ধর্মীয় মোড়কে বৃক্ষ পূজো প্রচলিত আছে। এর মধ্যে বট ও পাকুড় গাছকে দেবতা হিসেবে মানা হয়। এরই অঙ্গ হিসেবে রাজনগর ব্লকের খয়রাডিহি গ্রামে আজ দুপুরে আয়োজিত হলো গাছ বেড়া। প্রাথমিক বিদ্যালয়ের কাছে ফাঁকা ডাঙার মধ্যে একটি পুরোনো পাকুড় গাছের নিচে লৌকিক দেবী মঙ্গলচণ্ডীকে রেখে লাটাইয়ের সুতো দিয়ে পুরো গাছটিকে বেড়া দেওয়া হয়। উদ্দেশ্য, গাছ থাকুক মানুষের মাঝে। অক্সিজেন দিয়ে প্রাণ বাঁচাক। মানুষ তাকে সংরক্ষণ করুক। ঠা-ঠা রোদে দাঁড়িয়ে গাছবেড়া দেখতে হাজির হয়েছিলেন চারপাশের বিভিন্ন বয়সী মানুষ। এই উপলক্ষে একটি গ্রামীণ মেলাও বসে।