শম্ভুনাথ সেনঃ
বীরভূমের সাঁইথিয়া ব্লকের পাহাড়পুর গ্রামে সৌরেশ-শান্তি সেবা কেন্দ্রের সভাকক্ষে ১৭ এপ্রিল সারাদিন ব্যাপী রাধারাণী অছি পরিষদ ও ধূলোমাটি পত্রিকার যৌথ উদ্যোগে এক শান্ত পরিবেশে মহা সমারোহে উদযাপিত হলো পল্লীজননী উৎসব। প্রচন্ড তাপ প্রবাহকে উপেক্ষা করে এদিন জেলা ও ভিন জেলার বহু খ্যাতনামা কবি, সাহিত্যিক,লেখক, সাংবাদিক ও সঙ্গীত শিল্পীরা এই অনুষ্ঠানে যোগদান করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীরভূম সাহিত্য পরিষদের সম্পাদক সরোজ কর্মকার ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসানসোল থেকে প্রকাশিত রাঢ় বাংলা পত্রিকার সম্পাদিকা কাজল দাস সিনহা। অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীত শিল্পী বটকৃষ্ণ ঠাকুর,গৌরী দাস,রাখী ঘোষ। পাহাড়পুর গ্রামের প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব বিশিষ্ট সমাজসেবী প্রয়াত সৌরেশ চন্দ্র ঠাকুরের জন্ম দিবস উপলক্ষে তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।সদ্য প্রয়াত সাহিত্যিক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়,চক্রধর কর্মকারের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় । এই উৎসবের তাৎপর্যপূর্ণ প্রসঙ্গে স্বাগত ভাষণ দেন রাধারাণী অছি পরিষদের সভাপতি রমেশচন্দ্র ঠাকুর। সংস্থার পক্ষ থেকে পল্লীজীবনের বিশেষ ভূমিকা পালন করার জন্য মাটির মানুষ হিসেবে সংবর্ধনা ঞ্জাপন করা হয় আসাম থেকে আগত বিশিষ্ট কবি মিতালী পাল, আসানসোল থেকে আগত বিশিষ্ট সম্পাদিকা কাজল দাস সিনহা, বীরভূমের গ্রামীণ সাংবাদিক সনাতন সৌ, বীরভূমের সাহিত্য পরিষদের সম্পাদক সরোজ কর্মকার, দেশের পথিক পত্রিকার সম্পাদক দীপক মুখোপাধ্যায়, বিশিষ্ট কবি প্রদীপ মন্ডল, বিশিষ্ট সাহিত্যিক নিতাই প্রসাদ ঘোষ, বর্ণালী পত্রিকা সম্পাদক পরেশ দে চৌধুরী ও বিশিষ্ট সঙ্গীত শিল্পী প্রণব চট্টোপাধ্যায়। অনুষ্ঠানে কবিতা পাঠ ও সাহিত্য প্রসঙ্গে অংশ গ্রহণ করেন পরিমল সাধু,প্রভাত শিকদার,গিরিধারী গড়াই, সুকুমার দত্ত প্রমুখ। ধন্যবাদ ঞ্জাপন করেন অছি পরিষদের অন্যতম সদস্য দেবেশ ঠাকুর। সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন ধূলোমাটি পত্রিকার সম্পাদক সৌমেশ ঠাকুর।