শম্ভুনাথ সেনঃ
আত্মনির্ভর ছাত্র-ছাত্রী গড়ে তুলতে বদ্ধপরিকর বীরভূমের প্রাচীনতম দুবরাজপুর ব্লকের হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজ। আত্মনির্ভর ভারতের একটা অংশ হিসেবে ছাত্রছাত্রীদের স্বনির্ভর করার পরিকল্পনা নিয়েছে কলেজ কর্তৃপক্ষ। সে কারনেই ব্ল্যাকবোর্ডের বাইরে বেরিয়ে নয়া ভাবনায় ছাত্র-ছাত্রীদের মানসিকতা গড়ে তুলতে এই পদক্ষেপ কলেজ কর্তৃপক্ষের। শিক্ষালাভের পাশাপাশি ছাত্র-ছাত্রীদের মধ্যে ব্যবসায়ী মানসিকতা গড়ে তুলতেই আজ ১৮ এপ্রিল কলেজ প্রাঙ্গণে বই ও খাদ্য মেলার আয়োজন করা হয় বলে জানিয়েছেন অধ্যক্ষ ড. গৌতম চট্টোপাধ্যায়। কলেজের বিভিন্ন বিভাগের অধ্যাপক অধ্যাপিকারা, ছাত্র-ছাত্রীদের নিয়ে বিভিন্ন স্টল দিয়েছেন। প্রথমবার এই মেলার আয়োজনে খুশি ছাত্র-ছাত্রী থেকে কলেজের অধ্যাপক-অধ্যাপিকা সহ অভিভাবকরাও।