বিপিন পালঃ
১৯ মে বুধবার জেলার খয়রাশোল থানার ময়নাডাল গ্রামে ময়নাডাল গ্রামবাসী ও ভক্তদের আয়োজনে শুরু হল চব্বিশপ্রহর ব্যাপী অখণ্ড তারকব্রহ্ম নাম ও লীলাকীর্তন গানের অনুষ্ঠানসূচী। আজ ৪ঠা জ্যৈষ্ঠ শুভ গন্ধাদিবসের প্রাক্কালে গ্রামের মহিলারা হিংলো নদী থেকে কলস ভর্তি জল নিয়ে আসে এবং জল দিয়ে মহাপ্রভূর বারি বসানো হবে বলে জানা যায়। আজ শুভ গন্ধাধিবাস, আগামীকাল শুক্রবার থেকে রবিবার পর্য্যন্ত প্রত্যহ রাত্রে স্বনামধন্য লীলাকীর্তন গায়কেরা শ্রী শ্রী রাধাগোবিন্দের লীলা কীর্ত্তন গান পরিবেশন করবেন।সোমবার সকালে কুঞ্জবিলাস গান পরিবেশিত হবে। কুঞ্জবিলাস গানের শেষে ধূলোট উৎসব এবং রাত্রে গ্রামস্থ এবং বহিরাগত মিলে প্রায় ৫০০০ ভক্তদের মধ্যে সুস্বাদু খিচুড়ি প্রসাদ সেবা করানো হবে। গ্রামবাসীদের সক্রিয় সহযোগিতায় ও অর্থানুকূল্যে এই হরিবাসরের আয়োজন করা হয়েছে বলে জানান হরিবাসর পরিচালন কমিটির সদস্যরা। কয়েকশো পুরুষ এবং মহিলারা আজকের কলস যাত্রায় অংশ নেন।