
দীপককুমার দাসঃ

আজ সোমবার সিউড়ীতে তিনটি নৃত্য দলের যৌথ উদ্যোগে পালিত হলো বিশ্ব নৃত্য দিবস। সিউড়ির রবীন্দ্র পল্লী কালিমন্দির প্রাঙ্গণে এদিন নৃত্যানুষ্ঠানের মাধ্যমে এই নৃত্য দিবস পালন করা হয়। এদিন অলোক নৃত্য কলা, নৃত্য উপাসনা ও সৃঞ্জন এর নৃত্য শিল্পীরা নৃত্য পরিবেশন করে। উদ্যোক্তাদের পক্ষে নৃত্য উপাসনার কর্ণধার শুভদীপ সরকার বলেন, আজ আমরা বিশ্ব নৃত্য দিবসে সমবেত হয়ে নৃত্য পরিবেশন করলাম। ভারতীয় শাস্ত্রীয় নৃত্য, রবীন্দ্র নৃত্য ও সৃজনশীল নৃত্য পরিবেশিত হলো। আরেক উদ্যোক্তা অলোক নৃত্য কলার কর্ণধার অলোক ঘোষ দস্তিদার বলেন, এই বছরই যৌথ উদ্যোগে বিশ্ব নৃত্য দিবস সিউড়িতে পালিত হলো। এবছর তিনটি নৃত্য দল অংশ নিয়েছিলো এই নৃত্য দিবসের অনুষ্ঠানে। প্রথমবারেই আমরা সুন্দর সাড়া পেলাম যা আগামী দিনে যৌথ উদ্যোগে আমাদের এই ধরনের অনুষ্ঠান করতে উৎসাহ যোগাবে।
