৭৭ তম আইএনটিইউসি এর প্রতিষ্ঠাতা দিবস পালন, সিউড়িতে

সেখ রিয়াজুদ্দিনঃ

জাতীয় কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসির ৭৭ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ৩ মে শুক্রবার সিউড়ি সাহিত্য পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা সহ নানা কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করা হয়। সভার শুরুতেই মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। আজকের সভা থেকে জেলার ভূমিপুত্র পদ্মশ্রী প্রাপক রতন কাহার কে সংবর্ধিত করা হয় অনুষ্ঠান মঞ্চ থেকে। সংগঠনের জন্মলগ্নের বৃত্তান্ত সহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন উপস্থিত বক্তারা। এছাড়াও জেলা আইএনটিইউসি সভাপতি মৃনাল কান্তি বসু বলেন শিল্প বিহীন জেলায় পরিণত হয়েছে বীরভূম।এখানে কোন কলকারখানা নেই। যে সমস্ত কিছু ছিল সেগুলোও বন্ধ হয়ে পড়ে আছে। আমোদপুর সুগার মিল, পাঁচড়া কটন মিল, রাজনগর সীসল ফার্ম, চিনপাই বারুদ কারখানা, রেশম শিল্পর বহু জমি পতিত অবস্থায় পড়ে আছে। ডাক্তার বিধান চন্দ্র রায় উদ্যোগে নিয়ে জেলায় কৃষি এবং শিল্প ভিত্তিক সমস্ত কারখানা সৃষ্টি করেছিলেন। সেই স্বপ্নকে তিলে তিলে সব শেষ করে দিয়েছে। এমনকি এই জেলায় মিনি স্টিল কারখানা গড়ে উঠেছিল। বর্তমানে মিকি মেটালস সেটাও বন্ধ হয়ে পড়ে আছে। বর্তমানে অসংগঠিত শ্রমিক পাথর কল, চালকল, তেলকল, বিড়ি, পরিবহন শ্রমিক ইত্যাদি বিভাগে কর্মরত শ্রমিক সকলে কোন রকম বেঁচে আছে। তবে তাদের কোনরকম সরকারি নির্ধারিত হারে মজুরি প্রদান করা হয় না। শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডের ব্যবস্থা নেই। বিভিন্ন সরকারি ও বেসরকারি অস্থায়ী কর্মচারী দীর্ঘ বৎসরের পর বৎসর কম মজুরিতে কাজ করে আসছে এখন পর্যন্ত। আজকে শ্রমিক সংগঠনের প্রতিষ্ঠা দিবসে আমাদেরকে শপথ নিতে হবে যে, এই সমস্ত পরিবর্তনের জন্য শ্রমিক সংগঠনকে একত্রিত হয়ে লড়াই আন্দোলন চালিয়ে যেতে হবে। উপস্থিত ছিলেন আইএনটিইউসি জেলা সভাপতি মৃণাল কান্তি বসু, প্রধান অতিথি হিসেবে ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক বিপ্লব রঞ্জন নাগ। এছাড়াও ছিলেন সমাজসেবী সাধন সিনহা, সঞ্জয় অধিকারী, শঙ্কর গাঙ্গুলি, রথীন সেন, সত্যব্রত ভট্টাচার্য, দেবকুমার দত্ত, শ্যামলাল মজুমদার, মোহাম্মদ রফিক, রাজ্জাক আলী রবিউল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *