শম্ভুনাথ সেনঃ
বীরভূমের অতিরিক্ত জেলা শাসকের বাংলোয় বড় সাপ দেখতে পেয়ে আতঙ্ক ছড়ায়। যথাশীঘ্র খবর দেওয়া হয় বন্যজীব অপরাধ নিয়ন্ত্রণ ব্যুরোর সদস্য তথা অজয়পুর হাইস্কুলের বিজ্ঞান শিক্ষক দীনবন্ধু বিশ্বাসকে। খবর পেয়ে তিনি সাপ ধরার হুক, যন্ত্রপাতি সঙ্গে নিয়ে আজ ১১ মে সকাল সাড়ে আটটা নাগাদ সিউড়ির ADM LA সাহেবের বাংলোয় পৌঁছান। শেষ পর্যন্ত এই বিশাল নির্বিষ দাঁড়াষ সাপটি উদ্ধার করা হয়। সাপটি আকারে বেশ বড় প্রায় সাত ফুট লম্বা। সাপটির শরীরে বিচিত্র রং ও আকার দেখে বাংলোর সকলে আতঙ্কিত হয়ে পড়েন। সাপটিকে ধরার পর দীনবন্ধু বাবু জানিয়েছেন আজই বন দফতরের সহযোগিতায় উদ্ধার হওয়া সাপটিকে অনুকূল পরিবেশে পুনর্বাসন দেওয়া হবে ।