বোলপুর তপঃ ও বীরভূম কেন্দ্রে মোট ২০ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ আগামীকাল

শম্ভুনাথ সেনঃ

রাত পোহালেই ভোট। ১৩ মে এই চতুর্থ দফার নির্বাচনে এদিন রাজ্যে আটটি লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণ করা হবে। কেন্দ্রগুলি হল বহরমপুর,কৃষ্ণনগর, রানাঘাট (তপঃ), বর্ধমান পূর্ব (তপঃ), বর্ধমান-দুর্গাপুর, আসানসোল এবং আমাদের বীরভূম জেলার দুটি কেন্দ্র ৪১ নম্বর “বোলপুর (তপঃ)” এবং ৪২ নম্বর “বীরভূম” কেন্দ্র। যাবতীয় ভোটের প্রস্তুতি সম্পূর্ন। আজ ১২ মে সকাল থেকেই ভোটকর্মীদের চূড়ান্ত ব্যস্ততা দেখা যায় বীরভূমের সিউড়ি শ্রীরামকৃষ্ণ শিল্প বিদ্যাপীঠ, রামপুরহাট কলেজ ও বোলপুর হাইস্কুল ডিসিআরসিতে৷ ভোট গ্রহণের প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে নিজ নিজ ভোটকেন্দ্রের দিকে রওনা দেন ভোটকর্মীরা৷ অপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টা। আগামীকাল ১৩ মে সকাল সাতটা থেকে শুরু হবে ভোটগ্রহণ। চলবে সন্ধ্যা ছটা পর্যন্ত। বীরভূম ও বোলপুর লোকসভা কেন্দ্রে সুষ্ঠ, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য যাবতীয় ব্যবস্থা ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। ভোট পরিচালনার জন্য বীরভূম জেলার এই দুই কেন্দ্রে মোট ১৩১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে৷ পাশাপাশি ৬ হাজারের বেশী রাজ্য পুলিশের আধিকারিক ও কর্মী মোতায়েন থাকছে৷ রয়েছে ৯৪ টি নাকা চেকিং পয়েন্ট। উল্লেখ্য, নির্বাচন কমিশনের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ৪১ নং বোলপুর লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভার মধ্যে বীরভূমের “বোলপুর”, “নানুর”, “লাভপুর” এবং “ময়ূরেশ্বর” সহ পূর্ব বর্ধমানের “কেতুগ্রাম”, “মঙ্গলকোট” ও “আউসগ্রাম” মিলিয়ে মোট ভোটারের সংখ্যা ১৮,৩৯,২৩৪ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ৯,৩১,০৭৪ জন, মহিলা ভোটার রয়েছে ৯,০৮,১৩৭ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ২৩ জন। ৮ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণের জন্য ১,৯৭৯ টি বুথে ভোটগ্রহণ করা হবে। অন্যদিকে, বীরভূম লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভা সিউড়ি, সাঁইথিয়া, দুবরাজপুর, রামপুরহাট, নলহাটি, হাসন ও মুরারই মিলিয়ে মোট ভোটারের সংখ্যা ১৮,৫৭,০২২ জন। তার মধ্যে পুরুষ ৯,৩৪,০১৪ জন, মহিলা ভোটারের সংখ্যা ৯,২২,৯৮৯ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ১৯ জন। বীরভূম লোকসভায় ১২ জন প্রার্থী রয়েছে প্রতিদ্বন্দ্বিতায়। তাদের ভাগ্য নির্ধারণের জন্য ১,৯৪৩ টি বুথে ভোটগ্রহণ করা হবে। বোলপুর কেন্দ্রে সর্বাধিক ৬৫৯ টি ক্রিটিকাল ভোট কেন্দ্র হিসেবে চিহ্নিত হয়েছে। অন্যদিকে বীরভূম কেন্দ্রে এই সংখ্যা ৬৪০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *