ভোট পরবর্তী হিংসায় অশান্ত বীরভূমের বোলপুর: বিজেপির এজেন্টের বাড়িতে আগুন

শম্ভুনাথ সেনঃ

লোকসভা নির্বাচনে এবার বীরভূমে কোনো রক্তের দাগ নেই। ১৩ মে নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে ভোটগ্রহণ। তবে ভোট পরবর্তী হিংসায় বাড়িতে আগুন লাগানোর অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে শাসক তৃণমূল। ঘটনাটি ঘটেছে বীরভূমের বোলপুর জিলিপিতলা এলাকায় এক বিজেপির এজেন্টের বাড়িতে। বিজেপি করার অপরাধে বোলপুর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডে বিজেপি কর্মী শম্ভু বারুই এর বাড়ির সামনের রান্নাঘরে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে ওই ওয়ার্ডের বিশ্বজিৎ ও তার অনুগামী পিয়াল শেখের বিরুদ্ধে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। আতঙ্কিত হয়ে পড়ে ওই বিজেপি কর্মীর পরিবারের সদস্যরা।
শম্ভু বারুই সাংবাদিকদের জানান ১৩ই মে ভোট শেষ হওয়ার পর থেকেই তাকে হুমকি দেওয়া হয়। তিনি ছিলেন এবার বিজেপি এজেন্ট। গত রাত ১২.২০ নাগাদ বাড়িতে এসে পাঁচ জন শম্ভু বারুইকে হুমকি দেয় বলে তিনি জানিয়েছেন। তারপরই রাত দুটো নাগাদ তার রান্নাবাড়ি এলাকায় আগুন জ্বলে। হুমকি দেওয়া লোকেরাই আগুন নেভাতে আসে বলে তিনি জানিয়েছেন। তেমন ক্ষয়ক্ষতি না হলেও সিলিন্ডার বাস্ট হলে বিরাট ক্ষতি হত বলে তার দাবি। এই ঘটনায় আজ বোলপুর চৌরাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় বিজেপি নেতৃত্ব। উপস্থিত ছিলেন বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পিয়া সাহা সহ অন্যান্যরা। আজ দুপুরে দীর্ঘক্ষণ রাস্তা অবরোধের ফলে তীব্র রোদে অস্বস্তিতে পরে পথ চলতি মানুষজন। খবর পেয়ে বোলপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসেন। পুলিশের আশ্বাসের পর বিক্ষোভ ওঠে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *