
শম্ভুনাথ সেনঃ
ভোট পরবর্তী অস্থিরতা অব্যাহত বীরভূমে। ফের প্রচুর পরিমাণে ব্যাগভর্তি তাজা বোমা উদ্ধার হলো বীরভূমের মাড়গ্রামে। আজ ১৮ মে সকালে মাড়গ্রামের রাহাতখাঁ পাড়ায় একটি নির্মীয়মান বাড়ির সিঁড়ির নীচে বোমা ভর্তি ব্যাগ পরিত্যক্ত অবস্থায় দেখতে পান এলাকার বাসিন্দারা। পুলিশে খবর দিলে মাড়গ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাটিকে ঘিরে রাখে। এরপর খবর দেওয়া হয় সিআইডির বোম্ব স্কোয়াডে। গত ১৩ মে চতুর্থ দফায় বীরভূম লোকসভা কেন্দ্রের নির্বাচন সমাপ্ত হয়েছে। আগামী ৪ জুন ফলাফল ঘোষণা হবে। তারই মাঝে বীরভূমে বোমা উদ্ধার হওয়ায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। তবে কে বা কারা কি উদ্যেশ্যে সেখানে বোমা মজুত করে রেখেছিল তা তদন্ত করছে মাড়গ্রাম থানার পুলিশ।