
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের মুরারইতে আবার বোমা উদ্ধার। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। গত রাত্রে পাইকর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে স্থানীয় কামারখুর গ্রামে একজনের বাড়ি থেকে এক ড্রাম বোমা উদ্ধার করে। একটি নির্মীয়মান বাড়ির সিঁড়ির নিচে এই বোমাগুলি রাখা ছিল। যার বাড়ি থেকে এই বোমা উদ্ধার হয়েছে তার নাম সারিবুল সেখ। বাড়ি মুরারই দু’নম্বর ব্লকে জাজিগ্রাম অঞ্চলের কামারখুর গ্রামে। এই খবর পেয়ে পুলিশ এলাকা ঘিরে রাখেন। খবর পাঠানো হয় বোম্ব স্কোয়াডে।
ছবি ও ভিডিও: দিপু মিঞা, মুরারই; বীরভূম