“বোধন” পত্রিকার রবীন্দ্র সংখ্যা প্রকাশ বক্রেশ্বর বাণপ্রস্থ আশ্রমে

উত্তম মণ্ডলঃ

বক্রেশ্বর বাণপ্রস্থ আশ্রমে প্রবীণ সন্ন্যাসী দুর্গেশ গিরির উদ্যোগে ২১শে মে শনিবার দুপুরে বিভিন্ন গুণীজনের উপস্থিতিতে প্রকাশিত হলো “বোধন” পত্রিকার রবীন্দ্র সংখ্যা। উপস্থিত ছিলেন ছড়াকার অম্বুজাক্ষ দে, আশিস কুমার মুখোপাধ্যায়, অলক দাঁ, ঊজ্জ্বল মিত্র ঠাকুর, আবৃত্তিকার প্রভাত দত্ত, কল‍্যাণ আচার্য, কার্তিক কুমার বাগ্দী, সাংবাদিক সোমনাথ দে, সন্তোষ পাল, সাগর বাউড়ীসহ বহু শিষ্টজনেরা। আশ্রম অধ‍্যক্ষ প্রবীণ সন্ন্যাসী দুর্গেশ গিরি অন্নসেবাসহ বিভিন্ন জনহিতকর কাজে নিজেকে ব‍্যস্ত রেখেছেন বহুদিন ধরেই। তাঁর তৈরি “বক্রেশ্বর কলাকুঞ্জ” এলাকার সাংস্কৃতিক মানুষকে একসুতোয় বেঁধে রেখেছে। এই “বক্রেশ্বর কলাকুঞ্জ”-র প্ল‍্যাটফর্মেই প্রকাশিত হলো “বোধন।” অনুষ্ঠানে কবিগুরু রবীন্দ্রনাথের লেখা কবিতাসহ তাঁর বিভিন্ন সৃষ্টিশীল বিষয় নিয়ে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন অনেকেই। কার্তিক কুমার বাগ্দীর ব‍্যবস্থাপণা ও কল‍্যাণ আচার্যের সঞ্চালনায় মোবাইল ফোনে ব‍্যস্ততার যুগেও এই ব‍্যতিক্রমী সাহিত্য চর্চার প্রয়াসকে প্রশংসা করেন উপস্থিত বিশিষ্টজনেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *