শম্ভুনাথ সেনঃ
বীরভূমের দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম এর উদ্যোগে ৭ দিনের ভাগবত কথা আজ শেষ হচ্ছে। গত ২৫ মে শনিবার এই “ভাগবত কথা” সপ্তাহের সূচনা হয় রামকৃষ্ণ আশ্রমের ত্রিনয়নী মাতৃমঞ্চে। সূচনা করেন বরানগর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের সংঘপতি স্বামী গৌরানন্দ মহারাজ।
প্রতিদিনই আশ্রম অনুরাগী বহু ভক্ত, পুন্যার্থীরা এই ভাগবত পাঠ শ্রবনে অংশগ্রহণ করেন। মানবিক জীবনে শান্তি এবং মানব কল্যাণার্থে প্রতিবছরই এই আশ্রমে ভাগবত পাঠ অনুষ্ঠিত হয়ে থাকে। সে কথায় জানিয়েছেন দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ। সাত দিন শ্রীকৃষ্ণ কথা ও ভাগবত পাঠ করেন সুদূর কোচবিহারের সিতাই শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের মঠাধ্যক্ষ স্বামী বিজ্ঞানানন্দজী মহারাজ।