বীরভূমের “বোলপুর লোকসভা” কেন্দ্রেও রেকর্ড ভোটে জয়ী তৃণমূল প্রার্থী অসিত কুমার মাল

শম্ভুনাথ সেনঃ

৩ লক্ষ ২৭ হাজার ২৫৩ ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থী পিয়া সাহাকে হারিয়ে বীরভূমের বোলপুর (তপঃ) লোকসভা কেন্দ্রে পুনঃনির্বাচিত হন তৃণমূল কংগ্রেস প্রার্থী অসিত কুমার মাল। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তিনি বিজেপি প্রার্থীর রামপ্রসাদ দাস কে হারিয়েছিলেন এক লক্ষ ৬ হাজারেরও বেশি ভোটে। এবার এই ২০২৪ এর নির্বাচনে সেই ব্যবধান বাড়লো তিন গুণ। এদিন বোলপুর কলেজে ভোট গণনা শুরুর কিছুক্ষণের মধ্যেই স্পষ্ট হয়ে যায় তৃণমূল প্রার্থী এখানে জিতছেন। নানান এক্সিট পোলেও তার জয়ের সম্ভাবনা সকলেই প্রকাশ করে। তৃণমূল প্রার্থী অসিত কুমার মাল ভোট পেয়েছেন ৮ লক্ষ ৫৫ হাজার ৬৩৩ টি ভোট। বোলপুর লোকসভার অন্তর্গত নানুর, লাভপুর, বোলপুর, ময়ূরেশ্বর, আউসগ্রাম, মঙ্গলকোট, কেতুগ্রাম এই ৭টি বিধানসভাতেই তিনি এগিয়ে। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির পিয়া সাহার ভোটের সংখ্যা ৫ লক্ষ ২৮ হাজার ৩৮০। এখানে তৃতীয় স্থানে জোটের প্রার্থী সিপিআইএমের শ্যামলী প্রধান ভোট পেয়েছেন ৯৯,৩৮৩। তৃণমূল প্রার্থী অসিত মালের জয়লাভের পরেই বোলপুরে বিজয় উল্লাসে মেতে উঠে তৃণমূলের কর্মী সমর্থকরা। জয়ের সার্টিফিকেট নেওয়ার পরে তিনি বোলপুর লোকসভা কেন্দ্রের সকল মানুষকে শুভেচ্ছা জ্ঞাপন করেন। পাশাপাশি তিনি বলেন এই জয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং বোলপুর মানুষের জয়। এই নিয়ে এই কেন্দ্র থেকে তিনি পরপর দুবার সাংসদ নির্বাচিত হলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *