শম্ভুনাথ সেনঃ
রোগীর আত্মীয়দের কাছে মার খাচ্ছেন হাসপাতালের ডাক্তাররা। তাই নিরাপত্তার অভাবে জুনিয়র ডাক্তাররা কর্ম বিরতির ডাক দেন। চিকিৎসা পরিষেবা বন্ধ রেখে আন্দোলনে বসলেন ৯৫ জন জুনিয়ার চিকিৎসক। ঘটনাটি বীরভূমের রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। আজ ১৩ জুন বেলা ১১ টা নাগাদ হাসপাতালে কর্মবিরতি শুরু করেছেন রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র চিকিৎসকেরা। তাদের অভিযোগ চিকিৎসা পরিষেবা দিতে গিয়ে রোগীর আত্মীয়- স্বজনদের হাতে হেনস্থা হতে হচ্ছে। এমনকি মারধোর করা হচ্ছে চিকিৎসকদের। আন্দোলনরত চিকিৎসকদের দাবী হাসপাতালে তাদের নিরাপত্তা দিতে হবে। তারপরই তারা কাজে যোগদান করবেন। মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আজ তারা মৌখিকভাবে এই দাবি জানিয়েছেন। উল্লেখ্য, গতকাল হাসপাতালে এক রোগীর মৃত্যুকে ঘিরে হাসপাতালে ঢুকে রোগীর আত্মীয়রা মারধর করে বলে ডাক্তারদের পক্ষ থেকে জানানো হয়। নিরাপত্তার অভাবে তাদের এই কর্ম বিরতির ডাক।