নেতৃত্বের যোগাযোগ না রাখার অভিযোগে বিজেপি গ্রাম পঞ্চায়েত সদস্যের দল পরিবর্তন

সেখ রিয়াজুদ্দিনঃ

শাসক দলের বিরুদ্ধে পঞ্চায়েত ভোটে লড়াই করে বিজেপির টিকিটে জয়লাভ করেও শেষ পর্যন্ত দলে টিকলো না।পদ্মফুল ছেড়ে ঘাসফুল শিবিরে যোগদান করে। সদ্য বিজেপি ত্যাগ করে আসা তামাল লেট এর অভিযোগ যে, পঞ্চায়েত ভোটে জেতার পর থেকেই বিজেপির নেতা কর্মীরা আর কোন রকম যোগাযোগ রাখছিলেন না। রবিবার রামপুরহাট তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে একথা জানালেন রাজ্যের ডেপুটি স্পীকার ডঃ আশিস বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, রামপুরহাট এক নম্বর ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের দেখুড়িয়া ১৫৬নং সংসদের বিজেপি সদস্য তামাল লেট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতেই বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। তার যোগদান পত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠিয়ে দেওয়া হবে। এদিন আশিস বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা হাতে তুলে যোগদান পর্ব সারেন বিজেপির পঞ্চায়েত সদস্য তামাল লেট। যোগদান পর্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামপুরহাট ১নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নীহার মুখার্জি সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। উল্লেখ্য লোকসভা নির্বাচনে রাজ্যের পাশাপাশি জেলার দুটি আসনেও তৃণমূল কংগ্রেসের ফলাফল দেখার পর সিউড়ীর কড়িধ্যা গ্রাম পঞ্চায়েতের বিজেপির টিকিটে নির্বাচিত উপপ্রধান সহ এক সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করে বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *