শম্ভুনাথ সেনঃ
আজ ২৬ শে জুন, দিনটি আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস হিসেবে চিহ্নিত। মাদক দ্রব্যের অপব্যবহার এবং অবৈধ পাচারের বিরুদ্ধে এই দিনটি বিশ্ব জুড়ে পালিত হয়। অবৈধ মাদক ব্যবসার বিরুদ্ধে জাতিসংঘ ১৯৮৯ সাল থেকে প্রতি বছর ২৬ জুন দিনটি সচেতনতার জন্য পালিত হয়ে আসছে। সারা বিশ্বের সাথে এ রাজ্যের বীরভূম জেলা পুলিশের উদ্যোগে মুরারই থানার পরিচালনায় আজ “বিশ্ব মাদক বিরোধী দিবস” উদযাপিত হয়। এদিন সকালে স্থানীয় হাইস্কুলের স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে একটি পদযাত্রা গোটা মুরারই বাজার পরিক্রমা করে। ছাত্র ছাত্রীদের হাতে ছিল এলাকার মানুষকে সচেতন করার প্লাকার্ড। পরে মুরারই থানার সভাকক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাদক সেবনের ক্ষতিকারক দিকগুলো তুলে ধরে সতর্ক এবং সাবধানতার বার্তা দেওয়া হয়। মুরারই থানার ওসি সাকিব সাহেব এই প্রোগ্রামটি পরিচালনা করেন। উপস্থিত ছিলেন এলাকার পুলিশ আধিকারিকেরা, পুলিশ কর্মীরা ও সিভিক ভলান্টিয়াররা।
ছবিঃ দিপু মিঞা, মুরারই, বীরভূম