বীরভূমের পৌরসভা গুলিতে শুরু হয়েছে ফুটপাত দখলমুক্ত করার অভিযান

শম্ভুনাথ সেনঃ

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর ঘোষণা এবং নির্দেশ পাবার পরই বীরভূমেও শুরু হয়েছে ফুটপাত দখল মুক্ত করার অভিযান। সকাল থেকেই পুলিশি সহায়তায় এ পর্যন্ত জেলায় কয়েক শত হকারকে উচ্ছেদ করা হয়েছে। বীরভূমের সিউড়ি, রামপুরহাট, বোলপুর তিনটি মহকুমায় পৌর এলাকাতেই ফুটপাত সাফাই অভিযান চলছে পুরোদমে। রুটি রুজির তাগিদে দীর্ঘদিন ধরেই ফুটপাত দখল করার ফলে রাস্তাঘাট ঘিঞ্জি হয়ে পড়েছে। এদিকে এই উচ্ছেদকে ঘিরে সাধারণ জনমানষে দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া। রুটি রুজি হারানোর আশঙ্কায় হাজার হাজার ক্ষুদ্র ব্যবসায়ী খুবই উদ্বিগ্ন। বিরোধী দলগুলিও আন্দোলন সংগঠিত করার হুশিয়ারি দিয়েছে। এরই মধ্যে ফুটপাত বাসিরা নানা প্রশ্ন করতে শুরু করেছেন। ফুটপাত বেআইনি হলে বেআইনি ফ্লাট কেন ভাঙা হবে না।


গতকাল সন্ধ্যায় রামপুরহাট শহর জুড়ে আজ সকালে বোলপুরে পুলিশ প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করার পরে পরেই রামপুরহাট, বোলপুর শহরের বেশ কয়েকটি জায়গা উচ্ছেদ করে দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। শহরকে যানজট মুক্ত করতে এমনই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *