নানুর চণ্ডিদাস স্মৃতি পাঠাগারে শিক্ষা সজাগ সেমিনার

নয়াপ্রজন্ম প্রতিবেদনঃ

২৫ মে, বুধবার সকাল ১০টায় নানুর চন্ডিদাস স্মৃতি পাঠাগার (নানুর লাইব্রেরী)-এ CINP-এর উদ্যোগে উচ্চমাধ্যমিক না দেওয়া ছাত্র-ছাত্রীদের জন্য একটি সেমিনারের আয়োজন করা হয়। নানুর লাইব্রেরীর লাইব্রেরীয়ান মাননীয়া অনিতা মুখার্জী এবং ইমান খাঁন ও তাঁর দলের আয়োজনে এই সেমিনার খুবই সাফল্যমণ্ডিত হয়। মূখ্য অতিথিরূপে উপস্থিত ছিলেন ড. লক্ষ্মী কে.এস. (Famous Educationalist & Admission Director at Bangalore Group Of Institutions)। এছাড়াও উপস্থিত ছিলেন মাননীয় গদাধর সাহা, মাননীয়া শোভারানী মন্ডল, তপতি সাহা ভট্টাচার্য, মাননীয় নুর ইসলাম শেখ, মনোজিৎ ঘোষ এবং স্থানীয় ছাত্র-ছাত্রী ও অনান্যরা। সেমিনারে ছাত্রছাত্রীদের পড়াশুনার বিষয়বস্তু ছাড়াও মেডিকেল, নার্সিং, টেকনোলজি, ফার্মাসি, ম্যানেজমেন্ট ও আরো নানান বিষয়ে আলোচনা হয়। সেমিনার পরিচালনায় ছিলেন প্রভুদয়াল শৰ্মা ও জামির শেখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *