বীরভূমের দুবরাজপুর ব্লকের হেতমপুরে বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা “দ্যা রয়্যাল হসপিটাল” এর উদ্বোধন হলো আজ

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের দুবরাজপুর পাওয়ার হাউস মোড় থেকে হেতমপুর যাওয়ার রাস্তায় গড়ে উঠেছে “দ্যা রয়্যাল হসপিটাল”। বেসরকারী উদ্যোগে উচ্চ প্রযুক্তি সম্পন্ন অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে ৫০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালটির আজ জাতীয় চিকিৎসক দিবসে ১ লা জুলাই শুভ উদ্বোধন হল। বাংলার রূপকার চিকিৎসক বিধানচন্দ্র রায়ের প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। শুরুতেই মুখকথা পরিবেশন করেন উদ্যোক্তাদের অন্যতম হাসপাতালের কর্ণধার শিক্ষক অনুপম গাঙ্গুলী। উদ্বোধন করেন বীরভূম জেলা সভাধিপতি ফায়জুল হক ওরফে কাজল সেখ। সঙ্গে ছিলেন বীরভূম জেলা সমাহর্তা বিধান রায়, দুবরাজপুর পুরপ্রধান পীযূষ পান্ডে, জেলার সরকারি আইনজীবী মলয় মুখোপাধ্যায়, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ হিমাদ্রি কুমার আড়ি, রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডাঃ করবি বড়াল,পাঁচড়া গীতাভবনের অধ্যক্ষ স্বামী সত্যানন্দ মহারাজ, দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ,দ্যা রয়্যাল হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ডাঃ অনিকেত গাঙ্গুলি প্রমুখ। উদ্বোধনের পর জেলাশাসক সহ মঞ্চের বিশিষ্ট অতিথিবর্গ হাসপাতালের প্রতিটি কক্ষ ঘুরে দেখেন। হাসপাতাল সংলগ্ন উদ্বোধনী মঞ্চে এদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত উদ্বোধক, জেলাশাসক, সরকারি স্বাস্থ্য আধিকারিক সহ বিভিন্ন বক্তারা তুলে ধরেন এই হাসপাতালের প্রয়োজনীয়তা ও গুরুত্ব। এলাকার মানুষের কথা ভেবে যাতে স্বল্প মূল্যে স্থানীয় মানুষজন চিকিৎসা পরিষেবা পায় সরকারি আইনজীবী মলয় মুখোপাধ্যায় তার বক্তব্যে সেকথা তুলে ধরেন। অনুষ্ঠানে শ্রোতা-দর্শকের আসন ছিল পরিপূর্ণ। আগামীকাল থেকেই আউটডোরে রোগীদের চিকিৎসা পরিষেবা শুরু হয়ে যাবে বলে হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ডাঃ অনিকেত গাঙ্গুলি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *