শম্ভুনাথ সেনঃ
রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে বীরভূমের পুরসভাগুলি ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগ নিয়েছে। গত ২৪ জুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপ্যাধায় পুরসভাগুলিকে সরকারি রাস্তা ও জমি বেদখল হওয়া নিয়ে হুঁশিয়ারি দেন রাজ্যের প্রশাসনিক কর্মকর্তাদের। তারপরই পুরসভা কর্তৃপক্ষ তৎপর হয়ে ওঠে বেআইনি দখলদারি উচ্ছেদ অভিযানে। শুরু করে দেয় বুলডোজার অভিযান। বীরভূমের অন্যতম বোলপুর পুরসভার শ্রীনিকেতন স্টেশন রোডে বোলপুর উচ্চবালিকা বিদ্যালয়ে আশে-পাশে থাকা ফুটপাতের দোকানগুলি উচ্ছেদ শুরু করে। এমন উচ্ছেদ অভিযানের সময় ক্যামেরায় ধরা পড়ে এক ব্যতিক্রমী হৃদয় বিদারক চিত্র।
স্কুল পোশাক পরিধান করা ২ ছাত্রী খাবার খেয়ে স্কুলের পথে রওনা দেওয়ার সময় দেখতে পায় পুরসভার লোকজন বুলডোজার নিয়ে গুড়িয়ে দিচ্ছে তাদের বাবার দোকান। সেই দৃশ্য দেখে দোকানের ধ্বংসাবশেষের উপর বাবার কোলে চেপে ২ মেয়ের আকুল কান্না। দুই বোন বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। ২ কন্যা সন্তানের কান্না ও পিতা-মাতা কান্না দেখে পথ চলতি মানুষ স্তব্ধ হয়ে যায়। আসলে তাদের ফুটপাতের এই দোকানটাই ছিল একমাত্র রুটি-রুজির সম্বল। নিমেষের মধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেলার বিভিন্ন প্রান্তে এই ভিডিও ছড়িয়ে পড়ে। সকলে শোকাহত হয়ে সোস্যাল মিডিয়াতে প্রতিবাদও জানায়।
ওই দিন রাজু দাসের ২ কন্যার (একজন বোলপুর উচ্চবালিকা বিদ্যালয়ের ছাত্রী আর এক জন রামকৃষ্ণ মিশনের ছাত্রী) স্কুল যাওয়া হয়নি। এই দৃশ্য প্রশাসনিক কর্মকর্তাদের চোখে পড়লে হয়তো বা রাজু দাস ও তার পরিবারের রুটি রুজির জন্য বিকল্প ব্যবস্থার সমাধান হতে পারে!