মহঃ সফিউল আলমঃ
সিউড়িতে সদ্য নির্মিত এ.কে. আই ফাউন্ডেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় ২৭ মে৷ উদ্বোধন করেন সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায় চৌধুরী৷ সম্মানীয় অতিথি রুপে মঞ্চে ছিলেন বীরভূমের সিএমওএইচ ডাঃ হিমাদ্রি আড়ি৷ এছাড়াও মঞ্চে অতিথি আসনে ছিলেন বিশিষ্ট শিক্ষক কালীপদ দাস, উক্ত আই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, কর্ণধার, চেয়ারম্যান ডাঃ আব্দুল কাইয়ুম, বিশিষ্ট চিকিৎসক প্রভাত কুমার সিমলান্দি সহ বহু বিশিষ্ট মানুষ ও সুধীবৃন্দ প্রমুখ৷ অতিথিদের ব্যাজ পরিয়ে, পুষ্প স্তবক দিয়ে বরণ ও সম্মাননা জ্ঞাপন করা হয়৷ স্বাগত বক্তব্য রাখেন এ কে আই ফাউন্ডেশনের চেয়ারম্যান তথা বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডাঃ কাইয়ুম৷ মূল্যবান বক্তব্য রাখেন অতিথিরা ও উদ্বোধক৷ ফিতে কেটে আনুষ্ঠানিক উদ্বোধনের পর ও টি সহ ভবনটি ঘুরে দেখেন তাঁরা৷ বিধায়ক, সিএমওএইচ ও সঞ্চালক এই তিনজনকে বিশেষ স্মারক প্রদান করার মাধ্যমে সম্মাননা জ্ঞাপন করা হয়৷ সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এই প্রতিবেদক অর্থাৎ মহঃ সফিউল আলম৷ উপস্থিত সকলকে এদিন আয়োজকদের তরফে জলযোগে আপ্যায়িত করা হয়৷ ম্যানেজার বনমালী গরাঁই সহ অন্যান্যরা এদিন যথেষ্ট তৎপরতা দেখান৷ এই ফাউন্ডেশন থেকে আধুনিক চক্ষু চিকিৎসা ও পরীক্ষা বিষয়ক নানা সুযোগ সুবিধা রোগীরা পাবেন বলে মনে করা হচ্ছে৷ সিউড়ি তথা বীরভূম জেলায় এমন আধুনিক মানের একটি চিকিৎসা প্রতিষ্ঠান গড়ে তোলার কারণে ডাঃ কাইয়ুম প্রশংসা কুড়িয়েছেন আমজনতার৷