সনাতন সৌঃ
সিউড়ি এক নম্বর ব্লকের অন্তর্গত খটঙ্গা পঞ্চায়েত এলাকায় কেন্দুলী গ্রামের শতাব্দী প্রাচীন দুর্গা মন্দিরের পিছন দিকে বৈষ্ণবদের আখড়ার কাছ থেকে বড়পুকুরের ঘাট পর্যন্ত এবং তার সংলগ্ন পেতো গড়ের পাড়ের দক্ষিণ দিকে সাহাপাড়া ঢালাই সংলগ্ন রাস্তা পর্যন্ত গ্রাম্য কাঁচা রাস্তাটি অতি বেহাল দশা।রাস্তা এখন খাল ডোবায় পরিণত হয়েছে।একটু বৃষ্টি হলেই এই চলাচল করা যায় না। এই গ্রামের সবচেয়ে বড় উৎসব দ্বারবাসিনী মায়ের পুজো।ওই সময় বহু লোকের সমাগম হয়। মায়ের বারি বিসর্জনের সময় পদযাত্রায় কয়েক হাজার মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করেন। এছাড়া প্রত্যহ গ্রামের অধিকাংশ মানুষ মাঠে চাষ করার জন্য গরুর গাড়ি,লাঙ্গল নিয়ে যাওয়ার জন্য এই রাস্তাটি ব্যবহার করে। পুকুরে স্নান করতে এই রাস্তার উপর দিয়ে যাতায়াত করে গ্রামের মানুষ।গরু ছাগল ও অন্যান্য যানবাহন পারাপার করে। এই বর্ষাকালে রাস্তা কাদায় পিছিল হয়ে গিয়েছে। প্রায় দেখা যায় যে, ছোট ছোট ছেলেমেয়েরা রাস্তা চলাচল করতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যায়। যে কোনো সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। অথচ এই গুরুত্বপূর্ণ রাস্তাটি মেরামত করার জন্য সরকারের কোনো হেলদোল নেই।এতে জনসাধারণের দারুন অসুবিধা ভোগ করছেন।সেই জন্য জনস্বার্থে অতি সত্বর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানিয়েছেন গ্রামবাসী। ৪ জুলাই দুপুরে অজিত সৌ ও সবু বাগ্দীর নেতৃত্বে এই রাস্তা প্রতিকারের দাবিতে খটঙ্গা পঞ্চায়েত অফিসে একটি ডেপুটেশন পেশ করেন। প্রসঙ্গত উল্লেখ্য যে, এই রাস্তাটি কংক্রিট নির্মাণ করার জন্য সরকার থেকে টেন্ডার করা হয়েছিল, কিন্তু রহস্যজনক কারণে আজ পর্যন্ত এই রাস্তাটি মেরামতের কাজ শুরু করা হয় নি।যার ফলে গ্রামবাসীরা ক্ষুব্ধ। কেউ কেউ আবার বলছেন, এবার লোকসভা নির্বাচনে এই গ্রাম সভায় ভোটে তৃণমূল কংগ্রেস পিছিয়ে যাওয়ার জন্যেই রাস্তা মেরামতের কাজ গড়িমসি করছে শাসক দল।