শম্ভুনাথ সেনঃ
বীরভূমের ইলামবাজারে কবি জয়দেব মহাবিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের শ্রেণীকক্ষের জন্য নবনির্মিত বিল্ডিং এর উদ্বোধন হলো আজ। সেই সঙ্গে এদিন মহাবিদ্যালয়ে একটি শীততাপ নিয়ন্ত্রিত সেমিনার কক্ষের দারোদঘাটন হয়। উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র,ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। অনুষ্ঠানের শুরুতেই চন্দনের ফোঁটা ও পুষ্পস্তবক দিয়ে সম্মানীয় মন্ত্রী সহ মঞ্চে উপস্থিত অন্যান্য গুণীজনদের বরণ করে নেওয়া হয়। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে ও ফিতে কেটে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। গৌরবময় অতিথি রূপে উপস্থিত ছিলেন ইলামবাজার পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি দুলালচন্দ্র রায় ও ইলামবাজার এলাকার বিশিষ্ট সমাজসেবী ফজরুল রহমান প্রমুখ।
এদিন এই উদ্বোধনী অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মহাদেব দেওয়াসী সহ অন্যান্য অধ্যাপক-অধ্যাপিকা এবং ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ছাত্র-ছাত্রীদের শিক্ষার মানোন্নয়নে এবং শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করতে নবনির্মিত এই বিল্ডিংটি নির্মাণ করা হয়েছে। রাজ্যসভার সাংসদ যোগেন চৌধুরী তার সাংসদ উন্নয়ন তহবিলের ৫০ লক্ষ টাকায় এই শ্রেণীকক্ষ নির্মাণ হয়েছে বলে অধ্যক্ষ সাংবাদিকদের জানিয়েছেন। এছাড়া কলেজের শীততাপ নিয়ন্ত্রিত সেমিনার কক্ষটি দুই অধ্যাপক দীনবন্ধু মন্ডল ও ডঃ সৌমেন বিশ্বাস এর পরিচালন ব্যবস্থাপনায় এটি সম্পন্ন হয়েছে। সেই সঙ্গে স্থানীয় স্টেট ব্যাংক তাদের সামাজিক উন্নয়ন পরিষেবা তহবিল থেকে ৯ লক্ষ টাকা অর্থ সহায়তা দিয়েছে বলে অধ্যক্ষ এক সাক্ষাৎকারে জানান। উল্লেখ্য, বর্তমানে এই কলেজে ছাত্রছাত্রীর সংখ্যা অন্তত দেড় হাজার। নবনির্মিত বিল্ডিং এ ছাত্র-ছাত্রীদের শ্রেণিকক্ষের ঘাটতি অনেকটাই পূরণ হয়েছে বলে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন।