সেখ রিয়াজুদ্দিনঃ
মূল্যবৃদ্ধি রুখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাত দাওয়াই দিয়েছেন। মুখ্যমন্ত্রীর সেই কড়া বার্তা ঘোষিত হতেই রাজ্যের বিভিন্ন বাজার এলাকায় নজরদারির তৎপরতা বৃদ্ধি পায়। অনুরূপ শুক্রবার বীরভূমের রামপুরহাট শহরে সবজি ও মাছ বাজার এলাকায় ডিস্ট্রিক্ট ইনফোর্সমেন্ট ব্রাঞ্চের পক্ষ থেকে বিশেষ অভিযান চালানো হয়। সবজি বাজার ও মাছ বাজার এলাকায় মধ্যে অবস্থিত কাঁচা সব্জির দোকানগুলি ঘুরে ঘুরে সরজমিনে তদন্ত করে দেখেন ডিইবি-র আধিকারিকরা। সেই সাথে বাজার করতে আসা ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে সরাসরি দরদামের বিষয়ে কথা বলেন। দোকানদারদের সতর্ক করে দিয়ে বলেন, সরকার নির্ধারিত দামের থেকে যেন বেশি দাম না নেওয়া হয়, নচেৎ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাশাপাশি সাধারণ ক্রেতাদের সঙ্গেও কথা বলেন এবং সরকার নির্ধারিত দামের থেকে বেশি দাম নিলে অভিযোগ করার কথা বলেন। বাজারে আলু, লঙ্কা সহ অন্যান্য কাঁচা সব্জির কী দাম চলছে তাও খোঁজ নেন ডিইবি-র আধিকারিকরা। উল্লেখ্য মূল্য বৃদ্ধি রুখতে মুখ্যমন্ত্রী যে সাত দাওয়াই দিয়েছেন তার মধ্যে কৃষকদের থেকে সরাসরি চাল কেনার ধাঁচে সবজি কেনা। বেশি মুনাফার লোভে কিছু কৃত্রিম চাহিদা তৈরি করছে অসাধু ব্যবসায়ীরা। বাজারে নজর রাখতে পুলিশকে নির্দেশ। ২৫% রেখে বাকি আলু বাজারে ছাড়ার নির্দেশ। আলু রাজ্যের বাইরে যাচ্ছে কিনা দেখতে বর্ডারে চেকিং এর নির্দেশ এবং বাজারে পুলিশ, সিআইডি, আইবি র নজরদারি বাড়ানোর কথা বলা হয়েছে।