মিডডে মিল সংক্রান্ত বিষয়ে বিডিও-র হস্তক্ষেপ শিক্ষকদের

সেখ রিয়াজুদ্দিনঃ

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য দিনদিন ক্রমবর্ধমান বেড়েই চলেছে। এনিয়ে রাজ্য সরকার ও বিশেষ কিছু নির্দেশ দিয়েছেন মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে। বাজার দর দেখতে সবজি বাজারেও হানা দিচ্ছে ডিস্ট্রিক্ট ইনফোরসমেন্ট ব্রাঞ্চ। তবুও দ্রব্যমূল্যের বাজার উর্দ্ধমুখী। যার প্রেক্ষিতে সাধারণ মানুষের পাশাপাশি মিডডে মিলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের অবস্থাও নাভিশ্বাস। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ক্রমবর্ধমান মূল্যে জর্জরিত হয়ে স্কুলে মিডডে মিল চালাতে হিমসিম অবস্থা দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের। সেই প্রেক্ষিতে খয়রাশোল ব্লক এলাকার বেশ কিছু প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ বৃহস্পতিবার খয়রাশোল ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের শ্মরণাপন্ন হন। মিডডে মিল চালাতে গিয়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধির ফলে খরচের বহর বেড়েই চলেছে। সেই কথা স্মারকলিপি আকারে বিডিও র অনুপস্থিতিতে যুগ্ম বিডিও র হাতে তুলে দেন। এবং বিষটি দেখার অনুরোধ করেন শিক্ষকদের পক্ষ থেকে। উল্লেখ্য ছোট স্কুল তথা ৫০ জন পড়ুয়াদের নিয়ে যে সমস্ত স্কুল চলছে তাদের কাছেই এই সমস্যা প্রকটভাবে দেখা গেছে। শিক্ষক প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন মিন্টু দত্ত, খোকন আঢ্য, শুক্লা ঘোষ, অলকেশ ঘোষ সহ অন্যান্য শিক্ষকবৃন্দ। একান্ত সাক্ষাৎকারে মিডডে মিল সংক্রান্ত বিষয়ে বিস্তারিত বিবরণ দেন শিক্ষক মিন্টু দত্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *