সেখ রিয়াজুদ্দিনঃ
অবৈধভাবে বালি, কয়লা পাচার রোধে জেলা পুলিশ প্রশাসন তৎপর। যার প্রেক্ষিতে প্রায় প্রতিদিন পুলিশের হাতে আটক হচ্ছে মাল ভর্তি গাড়ি। তাস্বত্ত্বেও একশ্রেণীর পাচারকারী নানান পদ্ধতি অবলম্বনের সাথে সাথে পথ পরিবর্তন করেও পুলিশের চোখে ধুলো দিয়ে পাচারের কাজে সক্রিয়। সেরূপ বৃহস্পতিবার সদাইপুর থানার পুলিশ অভিযান চালিয়ে কয়লা ভর্তি চারটি মোটরসাইকেল আটক করে। পুলিশ সূত্রে জানা যায় যে দুবরাজপুর থানার গোপালপুর গ্রাম থেকে সদাইপুর থানার হাজারপুর জঙ্গল এলাকা দিয়ে অবৈধভাবে কয়লা ভর্তি চারটি মোটরসাইকেল কয়লা পাচার করতে গিয়ে ধরা পড়ে। যদিও বাইকের চালকরা পুলিশের গাড়ি দেখা মাত্র রাস্তার মধ্যেই গাড়ি ফেলে সকলেই চম্পট দেয়। পুলিশ চারটি মোটরসাইকেল সহ কুড়ি কুইন্ট্যাল কাঁচা কয়লা বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যায়।