শম্ভুনাথ সেনঃ
দীর্ঘদিনের দাবী পূরণ হলো। বীরভূমের বোলপুর মহকুমা আদালতের ঝাঁ চকচকে ৭ তলা নতুন ভবন পেয়ে খুশি বিচারক থেকে আইনজীবী এমন কি বিচার প্রার্থীরাও। গত ৯ আগস্ট এই নবনির্মিত আদালত ভবনের উদ্বোধন হয়। ভার্চুয়ালি উদ্বোধন করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি টি.এস. শিবজ্ঞানম, রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক, বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্বরা। বোলপুরে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা বিচারপতি আরতি শর্মা রায়, পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায়, বোলপুর মহকুমা শাসক অয়ন নাথ, বোলপুর মহকুমা পুলিশ আধিকারিক রিকি আগরওয়াল সহ আদালতের বিচারপতি, আইনজীবী সহ সাধারণ মানুষজন।
বার অ্যাসোসিয়েশনের সভাপতি দেবকুমার দত্ত জানান, দীর্ঘদিনের পুরোনো আদালত ভবনে শৌচালয় থেকে পানীয় জলের তেমন সুবিধা ছিল না। নতুন ভবন উদ্বোধনের ফলে বিচারক থেকে আইনজীবী, মহুরী, মামলাকারীদের সব রকমের সুবিধা মিলবে। বার অ্যাসোসিয়েশনের সম্পাদক তপন কুমার দাস জানান দীর্ঘদিনের সমস্যা মিটেছে, তবে এবার বাড়তি বিচারকের প্রয়োজন। তবেই মামলাকারীদের হয়রানি কমবে। বহু মামলা জমে আছে আদালতে। উল্লেখ্য, ২০১২ সাল থেকেই নতুন আদালত ভবনের নির্মাণ কাজ শুরু হয়। নানান কারণে নির্মাণ কাজ থমকে যাওয়ায় এত দেরি হল। তবে বর্তমানে এই ভবনটিতে এবার থেকে মিলবে সব রকমের সুবিধা।