কেদারপুর ভবানন্দ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে কন্যাশ্রী দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও পথনাটিকা

দীপককুমার দাসঃ

আজ বুধবার মহঃ বাজার ব্লকের আঙারগড়িয়া পঞ্চায়েতের কেদারপুর ভবানন্দ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে কন্যাশ্রী দিবস পালন করা হলো। ২০১৩সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর্থিক ভাবে পিছিয়ে পড়া মেয়েদের জীবন ও অবস্হার উন্নয়নে এই প্রকল্পের সূচনা করেন। আজ সারা রাজ্যের সঙ্গে এদিন কেদারপুর ভবানন্দ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে কন্যাশ্রী দিবস পালন করা হয়। বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণের মাধ্যমে এদিনের অনুষ্ঠানের সূচনা হয়। এরপর ছাত্রীরা পোষ্টার হাতে নিয়ে ও নৃত্য করতে করতে পথ পরিক্রমায় অংশ নেয়।

তিনটি ট্যাবেলো ও ছাত্রীদের আদিবাসী নৃত্য এই অনুষ্ঠানের আর্কষণ বাড়িয়ে দেয়। আঙারগড়িয়া মোড়ে একটি পথনাটিকায় অংশ নেয় ছাত্রীরা। পদযাত্রা শেষ হয় মহঃ বাজার ব্লক অফিসে। সেখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ও পথনাটিকা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন মহঃ বাজার পঞ্চায়েত সমিতির সভাপতি প্রভাসিণী মুর্মু, যুগ্ম বিডিও পলাশ বিশ্বাস, মহঃ বাজার ওল্ড সার্কেলের স্কুল পরিদর্শক হাসনে ইমাম, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রবীর সেন প্রমুখ।

ছাত্রীদের সঙ্গে আদিবাসী নৃত্যে অংশ নেন মহঃ বাজার পঞ্চায়েত সমিতির সভাপতি প্রভাসিণী মুর্মু। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রবীর সেন বলেন, আজ কেদারপুর ভবানন্দ উচ্চ বিদ্যালয়ের কন্যাশ্রী ক্লাবের পক্ষ থেকে কন্যাশ্রী দিবস উপলক্ষে একটি অনুষ্ঠান, নাটিকা ও শোভাযাত্রার আয়োজন করা হয়। মহঃ বাজার ব্লকে এখনো বাল্যবিবাহ হচ্ছে। আমাদের এখন মূল লক্ষ্য হচ্ছে বাল্য বিবাহ রোধে প্রচার চালিয়ে সচেতনতা বৃদ্ধি করা ও বাল্যবিবাহ বন্ধ করা। এদিনের এই অনুষ্ঠান ঘিরে ছাত্রীদের উৎসাহ ছিল যথেষ্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *