দীপককুমার দাসঃ
ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে, একটি বিশেষ পার্সেল বহনকারী যান চলাচল শুরু হলো শান্তিনিকেতন থেকে কলকাতা। শান্তিনিকেতনের ঐতিহ্যের কথা মাথায় রেখে এখানকার মানুষ তথা ব্যবসায়ী সমিতির জন্য বিশেষ পার্সেল ভ্যান পার্সেল নিয়ে প্রতিদিন শান্তিনিকেতন থেকে কলকাতা যাতায়াত করবে।
তাই সোমবার বিশ্বভারতীতে রবীন্দ্র ডাক টিকিট প্রকাশের পর পশ্চিমবঙ্গ সার্কেলের চিফ পোস্টমাস্টার জেনারেল নীরজকুমার এবং কলকাতা রিজিয়নের পোস্টমাস্টার জেনারেল অশোক কুমার এবং বীরভূম ডিভিশনের ডাক বিভাগের সুপারিনটেনডেন্ট সমীর কুমার দাস সবুজ পতকা দেখিয়ে এই পার্সেল ভ্যানের শুভ উদ্বোধন করেন। জানা গেছে এই পার্সেল ভ্যানটি প্রতিদিন বোলপুর শান্তিনিকেতনের যাবতীয় পার্সেল বহন করে সন্ধ্যা ৮ টায় শান্তিনিকেতন থেকে ছাড়বে কলকাতার উদ্দেশ্যে। চীফ পোস্টমাস্টার জেনারেল এবং কলকাতা রিজিয়নের পোস্টমাস্টার জেনারেল ও ডাক বিভাগের বরিষ্ট আধিকারিকগণ বোলপুর হাই স্কুলের অডিটোরিয়াম হলে ডাকের বৈঠকে মিলিত হন এবং সেখানে আজকের দিনে দাঁড়িয়ে ডাক বিভাগ আমাদের জনজীবনে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে সেই বিষয়ে আলোকপাত করেন। এইদিন বোলপুর হাই স্কুলে একটি বিশেষ কক্ষে ফিলাটেলি ক্লাবের উদ্বোধন করা হয়। এই উদ্বোধন মুহূর্তে স্কুলের বিভিন্ন শ্রেণীর ছাত্রছাত্রীদের কাছে ডাক বিভাগের স্ট্যাম্প সংগ্রহের হবির কথা এবং ভারতীয় ডাক টিকিটের ঐতিহ্য ও ডাক বিভাগের বিভিন্ন ঐতিহ্যের কথা পরিবেশন করেন চীফ পোস্টমাস্টার জেনারেল নীরজ কুমার । ডাকবিভাগের এই বৈঠকে উপস্থিত ছিলেন সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী। তিনিও তার বক্তব্যে ডাক বিভাগের ঐতিহ্য এবং পরিষেবার দিকটি তুলে ধরেন।