শম্ভুনাথ সেনঃ
বীরভূমের মুরারই ২ নম্বর ব্লকের “পাইকরে” স্মরণিকা অনুষ্ঠান ভবনে ১৮ আগষ্ট বসে সাহিত্য অধিবেশন। জেলার বিভিন্ন প্রান্তের লেখক, গবেষক সাহিত্যিকরা উপস্থিত ছিলেন। এদিন প্রকাশিত হয় শ্রী শ্রী রামকৃষ্ণ মা সারদা উপাসনা কেন্দ্রের মুখপত্র হিসেবে “জাগরণ” সাহিত্য পত্রিকা। এই পত্রিকাটি সম্পাদনা করেছেন সাহিত্যিক দীনবন্ধু দাস ও ধ্বজাধারী দত্ত। তাছাড়া এদিন দীনবন্ধু দাসের ভ্রমণ কাহিনী নিয়ে “খুঁজে ফিরে শিশির বিন্দু” নামে ভ্রমণকথা পত্রিকা প্রকাশিত হয়।
বিকেলের এই সাহিত্য অধিবেশন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ড. চৈতন্য বিশ্বাস। গৌরবময় অতিথিরূপে উপস্থিত ছিলেন সাহিত্যিক সুনীল সাগর দত্ত, আঞ্চলিক গবেষক তথা মুরারই কবি নজরুল কলেজের অধ্যাপক অনির্বাণ জ্যোতি সিংহ, অবসরপ্রাপ্ত শিক্ষক তথা সাংবাদিক ত্রিলোকবিহারী মণ্ডল প্রমুখ। এদিন মৌসুমী দাসের সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। কথা, কবিতা, সংগীত, আলোচনার মধ্য দিয়ে চলে সাহিত্য অধিবেশন অনুষ্ঠান। প্রকাশকরা তুলে ধরেন ইদানিং সময়ে পত্রিকা প্রকাশের নানা কষ্ট কথা। লেখক গবেষকরা তাদের নানা অভিজ্ঞতার কথা তুলে ধরেন।