শম্ভুনাথ সেনঃ
ডিস্ট্রিক্ট কাউন্সিল ফর স্কুল গেমস এন্ড স্পোর্টস এর উদ্যোগে ২০ আগষ্ট অনুষ্ঠিত হয় স্কুল পড়ুয়া ক্যারাটে শিক্ষার্থীদের জেলা স্তর প্রতিযোগিতা। বীরভূমের রামপুরহাট হাইস্কুলে সকাল ১০টা হইতে শুরু হয় এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রী বিভিন্ন গ্রুপ মিলিয়ে জেলার রামপুরহাট, বোলপুর, সিউড়ি, মুরারই এমন বিভিন্ন এলাকার ৭০ জন ক্যারাটে প্রতিযোগী অংশগ্রহণ করে। তাদের মধ্য থেকে ১৭ জন চ্যাম্পিয়ন খেতাব লাভ করে।
আগামী দিনে তারা কলকাতায় রাজ্যস্তর প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এ তথ্য জানিয়েছে জেলা কাউন্সিল এর সম্পাদক সুবীর দাস। মুররাই থেকে ৬ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে এবং তারা প্রত্যেকে প্রথম স্থান পায়। এদিন এই ক্যারাটে প্রতিযোগিতার এই খেলায় ডিস্ট্রিক্ট কাউন্সিল ফর স্কুল গেমস এন্ড স্পোর্টসের এর সভাপতি, সম্পাদক সহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকারা উপস্থিত ছিলেন। কৈলাস মন্ডল, দেবাশিস কেশরী, কৌশিক সাহা এমন ৭ জন karate Association of Bengal এর বিচারকরা সহযোগিতা করেন। মূল পর্যবেক্ষণে ছিলেন সংস্থার সম্পাদক সুন্দর বিশ্বাস। বীরভূম জেলা স্তরে স্থানাধিকারী ক্যারাটে চ্যাম্পিয়নরা আগামী সপ্তাহে কলকাতায় রাজ্য স্তর ক্যারাটে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবে।