আর.জি.কর কাণ্ডে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের বিচার চেয়ে বীরভূমের রামপুরহাটে অভিনব ভাবনায় প্রতিবাদ চিকিৎসকের

শম্ভুনাথ সেনঃ

আর জি কর কাণ্ডে তরুণী চিকিৎসকের নৃশংস খুন ও ধর্ষণ কাণ্ডের প্রতিবাদে এক অন্য ভাবনায় নেমেছে বীরভূমের রামপুরহাটের চিকিৎসক ডাঃ দেবব্রত দাস। “আর.জি.করের বিচার চাই, অপরাধ চক্রের বিনাশ চাই” এই স্লোগান লেখা একটি স্ট্যাম্প দিচ্ছেন রোগীর প্রেসক্রিপশনে। অভিনব ভাবনায় প্রতিবাদ শুরু করেছেন নিঃশব্দে। কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসক খুনের প্রতিবাদে দেশ জুড়ে আন্দোলনে রাস্তায় নেমেছেন চিকিৎসকেরা।

বিচারের দাবিতে একাধিক দিন কর্মবিরতি পালন করছেন কর্মস্থলে। এখন কর্মবিরতি প্রত্যাহার করে চিকিৎসা পরিষেবা চালু করলেও প্রতিবাদ আন্দোলন থেমে যায়নি। চিকিৎসক দেবব্রতবাবু একদিকে রোগী দেখছেন একই সঙ্গে রোগীর প্রেসক্রিপশনে বিচারের দাবী জানিয়ে স্লোগানও লিখছেন। চিকিৎসকের দাবী যতদিন না দোষীদের শাস্তি হবে, যতদিন না এই অপরাধ চক্রের বিনাশ হবে ততদিন এইভাবে প্রতিবাদ ও আন্দোলন চালিয়ে যাবেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *