বীরভূমের “বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রে” INTTUC এর উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির

শম্ভুনাথ সেনঃ

রক্তদান মানে পরোক্ষে জীবন দান। ইদানিং সচেতনতার ফলে রক্তদানে মানুষ এগিয়ে আসছেন। বীরভূমের সদাইপুর থানার বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রে আজ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদ এমপ্লয়ীজ ইউনিয়নের উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের বিভাগীয় কমিটির ব্যবস্থাপনায় সোনাঝুড়ি কমিউনিটি হলে এদিন ৩৬ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। তাদের মধ্যে ছিলেন দুজন মহিলা সদস্য। সিউড়ি সদর হাসপাতালের ব্লাড সেন্টার এই রক্ত সংগ্রহ করে। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক বিকাশ রায়চৌধুরী, বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের জেনারেল ম্যানেজার প্রদীপ্ত মুখার্জী, সদাইপুর থানার ওসি মিকাইল মিয়া, INTTUC ইউনিয়নের জেলা সহ সভাপতি কাজিবুল ইসলাম সহ সমিতির সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *