মহঃ সফিউল আলমঃ
অনীক বাগ্দী এবার বিকেটিপিপি প্রবীর সেনগুপ্ত বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল৷ তার প্রাপ্ত নম্বর ৬৮৫ (৯৭.৮৫%)৷ মেধা তালিকা অনুযায়ী বীরভূমের অন্যতম কৃতী ছাত্র অনীক রাজ্যে নবম ও জেলায় তৃতীয় স্থান অধিকার করেছে৷ ফলে তার বাড়ির সকলে যেমন খুশি তেমনি খুশি বিদ্যালয় শিক্ষক থেকে গৃহ শিক্ষক, আত্মীয়, শুভাকাঙ্খী সকলে৷ অনীকের বাবা কৌশিক বাগ্দী পেশায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক৷ থাকেন সিউড়ি বড়বাগান ৫ এর পল্লীতে৷ মা মুনমুন বাগ্দী গৃহবধূ৷ অন্যান্যদের পাশাপাশি কৌশিক বাবুর বন্ধু পেশায় শিক্ষক পার্থ সেন বলেন, আমরা রীতি মতো আনন্দিত ও উচ্ছ্বসিত৷ ওর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি৷ অনীককে শুভেচ্ছা ও শুভ কামনা জানিয়েছেন অনেকে৷ অনীক ছবি আঁকতে ভালোবাসে৷ গান শোনা, সিনেমা দেখাও তার পছন্দের তালিকায়৷ নয়াপ্রজন্মর পক্ষ থেকেও অনীকের জন্য অনেক শুভেচ্ছা ও শুভ কামনা রইল৷ তার স্বপ্ন সার্থক হোক৷ এমনটাই কামনা এলাকাবাসীর৷