দলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের উপস্থিতিতে তৃণমূলের বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হলো বীরভূমের দুবরাজপুরে

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের দুবরাজপুর শহর ও ব্লক তৃণমূলের যৌথ উদ্যোগে বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হলো দুবরাজপুর সারদা ফুটবল ময়দানে। বিকেল তিনটেয় এই সভা অনুষ্ঠিত হয়। মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। যদিও এই সম্মেলনে অনুপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক ওরফে কাজল সেখ।এদিন খয়রাশোল, দুবরাজপুরের বিভিন্ন এলাকার গ্রাম গঞ্জ থেকে দলের কর্মী সমর্থক সহ সাধারণ মানুষজন উপস্থিত ছিলেন। মঞ্চে উপস্থিত ছিলেন বস্ত্র কুটির শিল্প ও কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা, পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী, সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী, লাভপুর বিধানসভার বিধায়ক অভিজিৎ সিংহ, বিশিষ্ট আইনজীবী তথা দলের সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায়, তৃণমূলের দুবরাজপুর শহর সভাপতি তথা আইনজীবী স্বরূপ আচার্য,পুরপ্রধান পীযূষ পাণ্ডে,দলের কোর কমিটির আহ্বায়ক রাফিউল খান সহ গ্রাম পঞ্চায়েত স্তরের দলীয় সভাপতি ও সদস্যরা। এদিনও অনুব্রত মণ্ডল তার বক্তব্যে দলের কর্মী সমর্থকদের বাক সংযত হওয়ার আহ্বান জানান। পঞ্চায়েত সদস্য প্রধানদের এলাকার সাধারণ মানুষের কাছে যাওয়ার পরামর্শ দেন। নিজের স্বার্থের জন্য পরের স্বার্থ যাতে বিসর্জন দিতে না হয় সেদিকে নজর দিতে বলেন। আগামী ২০২৬ এর বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে দলীয় কর্মীদের একসাথে পথ চলার নির্দেশ দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *