
সেখ রিয়াজুদ্দিনঃ
“উচ্ছে, বেগুন, পটল, মুলো- বেতের বোনা ধামা কুলো”- হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের সেই হাট কবিতার অংশবিশেষ। যা আজ বাস্তবে চোখে দেখলো রাজনগর ব্লকের ভবানীপুর পঞ্চায়েতের ঝাড়খন্ড সীমান্তবর্তী কানমোড়া গ্রাম এলাকার মানুষজন। ভৌগোলিক অবস্থান অনুযায়ী রাজনগর ব্লকের উত্তর প্রান্তে ঝাড়খন্ড সীমান্ত ঘেষা কানমোড়া গ্রাম। সেখানে আজ শনিবার শুভ উদ্বোধন হয় গ্রামীণ সবজি হাটের। যাহা সিউড়ি থেকে ঝাড়খণ্ডের বিলকান্দি, বাঁশকুলি ভায়া কানমোরা যাওয়ার পাকা রাস্তার ধারে বিভিন্ন ধরনের সবজি, কাপড়,মসলাপাতি ইত্যাদির সম্ভার নিয়ে নতুন সাজে সজ্জিত হয়ে উঠলো কানমোড়া গ্রামীন হাট। জানা যায় এতদিন স্থানীয় মানুষজন হাট বলতে ৮ কিমি দূরবর্তী ঝাড়খণ্ডের রানীশ্বর ব্লকের মহিষবাথান, পাঁচ কিলোমিটার দূরত্বে ভবানীপুর এবং ১৩ কিলোমিটার দূরবর্তী রাজনগর হাট ছিল একমাত্র সবজি হাট। সেই অসুবিধার কথা মাথায় রেখে কানমোড়া গ্রামবাসীদের পক্ষ থেকে গ্রামীণ হাট বসানোর উদ্যোগ নেওয়া হয় এবং আজ তার শুভ সূচনা হয়।যদিও এই মুহূর্তে নির্দিষ্ট স্থান এবং সেড না থাকায় পাকা রাস্তার ধারে দোকান বসেছে। আগামী দিনে পঞ্চায়েত সহ ব্লক ও জেলা স্তরে হাটের জন্য নির্দিষ্ট স্থান এবং সেড তৈরির আবেদন করা হবে বলে হাট কমিটির সদস্যদের বক্তব্য।এই হাট শুরু হওয়ার ফলে ভবানীপুর অঞ্চল এলাকার বেশ কিছু গ্রাম সহ সীমান্ত ঘেষা ঝাড়খণ্ডেরও বহু গ্রামের মানুষজন উপকৃত হবে পাশাপাশি স্থানীয় চাষীরা ও তাদের উৎপাদিত ফসল বিক্রির একটা বাজার পেয়ে যাচ্ছে হাতের নাগালে।একান্ত সাক্ষাৎকারে সেই কথা শোনালেন হাট কমিটির সদস্য জহির উদ্দিন খান। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী ইলিয়াস খান, দিলখুস খান, মদন সিংহ সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।