
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলিতে অজয় নদের উপর নবনির্মিত সেতু থেকে ঝাঁপ দিয়ে এক যুবতী আত্মহত্যার চেষ্টা করে। ঘটনাটি ঘটেছে ১ নভেম্বর সকাল সাড়ে আটটা নাগাদ। ওই যুবতীর আনুমানিক বয়স ১৮- ১৯ বছর। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় মানুষজন তড়িঘড়ি ওই যুবতীকে জল থেকে উদ্ধার করে। স্থানীয় টোটো চালকদের পক্ষ থেকে জয়দেব কেন্দুলি আউট পোস্টের প্রশাসনকে খবর দেওয়া হয়। প্রশাসনের তৎপরতায় মেয়েটিকে উদ্ধার করে যথাশীঘ্র চিকিৎসার জন্য ইলামবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। স্থানীয় সূত্রে জানা যায় মেয়েটির বাড়ি পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে। তবে তার নাম এবং পরিচয় জানা যায়নি। ইলামবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে মেয়েটি এখন চিকিৎসাধীন। কি কারনে সে আত্মহত্যার চেষ্টা করে তা জানা যায়নি।
