বিশ্বনবীর প্রতি কটুত্তির প্রতিবাদে সভা ও লোকপুর থানায় ডেপুটেশন

সেখ রিয়াজুদ্দিনঃ

সোমবার বীরভূমের খয়রাশোল ব্লক জমিয়তে উলেমা হিন্দের উদ্যোগে বারাবন ফুটবল ময়দানে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ অনুষ্ঠিত হয়। বিজেপির কেন্দ্রীয় মুখপাত্র নুপুর শর্মা ও নবীন জিন্দালের মুসলিম ধর্মগুরু নবী হজরত মহম্মদের প্রতি অশালীন মন্তব্যের প্রতিবাদেই এদিন এলাকার কয়েক হাজার ধর্মপ্রান মুসলিম বিক্ষোভ প্রদর্শন ও বাইক রেলি করে লোকপুর থানায় ডেপুটেশন ও এফ আই আর দায়ের করা হয়। এদিন সভা ও রেলি থেকে নুপুর শর্মা ও নবীন জিন্দালের গ্রেপ্তার ও দৃস্টান্তমুলক শাস্তির দাবি তোলে বিক্ষোভকারীরা। এদিন সমাবেশে উপস্থিত ছিলেন বীরভূম জেলা জমিয়তের সভাপতি আনিসুর রহমান, খয়রাশোল ব্লক জমিয়তে সভাপতি তথা জেলা সহ সভাপতি হাফিজ নাসিরুদ্দিন, ব্লক সম্পাদক হাফিজ সাদেক সাহেব। জেলা সভাপতি আনিসুর রহমান জানান তারা জেলাজুড়ে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ কর্মসুচি পালন করছেন। সভাস্থলে প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন লোকপুর থানার ওসি সন্তোষ ভকত, চন্দপুর সার্কেল ইন্সপেক্টর পীযুষ কান্তি লায়েক সহ বিশাল পুলিশ বাহিনী। বারাবন ফুটবল ময়দান থেকে লোকপুর থানার সন্নিকট খন্নি গ্রামে অবস্থিত সৈয়দ শাহতাজ ওলীর মাজার সংলগ্ন স্থানে রেলি শেষ করে এবং দশজনের প্রতিনিধি দল গিয়ে লোকপুর থানার ডেপুটেশন ও এফ আই আর কপি জমা দেন। এদিন ডেপুটেশন কপি গ্রহন করেন ডিএসপি (হেডকোয়ার্টার ) মোহতামিম আখতার। সাথে ছিলেন চন্দ্রপুর সার্কেল ইন্সপেক্টর পীযুষ কান্তি লায়েক, লোকপুর ওসি সন্তোষ ভকত ডিএসপি(হেডকোয়ার্টার ) মোহতাসিম আখতার ডেপুটেশন কপি গ্রহন করে জানান তিনি আইনত প্রশাসনিক ব্যবস্থা গ্রহন করবেন এবং সেইসাথে এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য ও পুলিশের সাথে সহযোগিতা করার আবেদন জানান। প্রতিনিধি দলের প্রধান হাফিজ নাসিরুদ্দিন সাহেব ডিএসপির এহেন পদক্ষেপে অত্যন্ত খুশি বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *