
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে ৮-১০ ডিসেম্বর থেকে শুরু হয়েছে “সারদা- কাত্যায়ণী” পূজা। পূজা উপলক্ষে বিভিন্ন আশ্রম থেকে যেমন মহারাজরা এসেছেন তেমনি বহু ভক্তের সমাগম হয়েছে। প্রতিবছর এখানে মা সারদাকে দেবী কাত্যায়নী রূপে পূজা করা হয়।

দূর্গা পূজার মতোই সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী ৪ দিন ধরেই চলে হোম-যজ্ঞ পূজা -পাঠ। যদিও তিথির ক্ষয়ে এবছর পূজো ৮-১০ ডিসেম্বর তিন দিন অনুষ্ঠিত হবে। আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ জানিয়েছেন, সংঘগুরু ঠাকুর সত্যানন্দদেব ১৯৪২ সালে এই পূজার সূচনা করেছিলেন। তারপর থেকে প্রতিবছর সাড়ম্বরে এই কাত্যায়নী পূজা অনুষ্ঠিত হয়। পূজা উপলক্ষে বিশ্ব কল্যাণ যজ্ঞ, পুষ্পাঞ্জলী ও শান্তিবারি প্রদান পাশাপাশি নবমীতে ভক্তদের জন্য মহাপ্রসাদের আয়োজন করা হয়। সেই সঙ্গে এদিন এলাকার ৩০০ জন দুঃস্থদের মধ্যে তুলে দেওয়া হবে শীতের কম্বল। পুজোর ক’দিন প্রতিদিনই সন্ধ্যায় সত্যানন্দ মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে ধর্মসভা।
