
শম্ভুনাথ সেনঃ
উৎসাহ আর উদ্দীপনায় দশম বর্ষ জঙ্গল মহল উৎসব আজ ২০ জানুয়ারী থেকে শুরু হলো। পশ্চিমাঞ্চল উন্নয়ন বিষয়ক দপ্তরের উদ্যোগে বীরভূম জেলা প্রশাসনের আয়োজনে বীরভূমের নলহাটি -১ ব্লকের চামটিবাগান পোধরা খেলার মাঠে এবার এই উৎসবের সূচনা হয়। উপস্থিত ছিলেন আদিবাসী সমাজের প্রতিনিধিরা।

২০-২১ জানুয়ারি দু’দিনের এই উৎসবের উদ্বোধন করেন এসআরডি এর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল। মাঙ্গলিক প্রদীপ জ্বালিয়ে ও ধামসা মাদল বাজিয়ে অনুষ্ঠানের সূচনা লগ্নে উপস্থিত ছিলেন রাজ্যের ছোট, ক্ষুদ্র ও মাঝারি এবং কারা মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বীরভূম জেলাশাসক বিধান রায়, বীরভূম জেলা সভাধিপতি ফায়েজুল হক ওরফে কাজল সেখ, বিধায়ক অশোক চ্যাটার্জী সহ বীরভূম জেলার বিভিন্ন আধিকারিকরা।

মঞ্চে উপস্থিত সকল অতিথিদের আদিবাসী প্রথায় সম্মান জানানো হয়। এই উৎসবে সামিল হয় জেলার বিভিন্ন প্রান্তের আদিবাসী সমাজের মানুষজন।
