
সেখ রিয়াজুদ্দিনঃ
লোকপুর থানার খন্নি গ্রামে শুরু হয়েছে চার দিনব্যাপী এক গ্রামীণ মেলা। এখানে বিভিন্ন ধরনের খাবারের দোকানের সাথে সাথে মনিহারি, নাগরদোলা সহ বিভিন্ন ধরনের দোকানের সম্ভারে জমে উঠেছে মেলা। পাশাপাশি মেলা কমিটির যুব সম্প্রদায়ের উদ্যোগে অনুষ্ঠিত হয় ভলিবল প্রতিযোগিতা। মেলার এক অঙ্গ হিসেবে খেলাকে এখানে তুলে ধরা হয়েছে। জানা যায় বীরভূম ঝাড়খন্ড সহ মোট আটটি দল খেলায় অংশগ্রহণ করে। ফিতে কেটে এবং ভলি বলে কিক মেরে খেলার শুভ সূচনা করেন লোকপুর থানার ওসি পার্থ কুমার ঘোষ। সেই সাথে ছিলেন শিক্ষক উজ্জ্বল হক কাদেরী, সমাজসেবী কাঞ্চন দে, দীপক শীল, পিয়ার মোল্লা সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। চুড়ান্ত পর্যায়ের খেলায় বীরভূমের রাজনগর ব্লকের মুরগাথলি ভলিবল দল ঝাড়খণ্ডের বোকারো ভলিবল দলকে হারিয়ে বিজয়ী ঘোষিত হয়। পুরস্কার স্বরূপ বিজয়ী দলের হাতে নগদ ৭ হাজার টাকা ও বড় ট্রফি এবং বিজিত দলের হাতে নগদ পাঁচ হাজার টাকা ও বড় ট্রফি প্রদান করা হয় বলে খেলা কমিটির পক্ষে রাজা মোল্লা সেই কথা জানান।
